কলকাতা 

মমতা সরকারের আরও একটি সাফল্য রসগোল্লার পর আরো ৯ টি পন্যের জন্য জি আই লাভ করেছে

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রসগোল্লার পর আরো ৯ টি পন্যের জন্য এরাজ্য বিশেষ ভৌগলিক পরিচয় বা জি আই লাভ করেছে। মাদুরকাঠি, মুখোশ, ডোকরা, টেরাকোটা, চিতপুরের আতরের   মত  নয়টি পণ্য ২০১৭-১৮ অর্থ বছরের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে জিআই তকমা পেয়েছে বলে নবান্ন সুত্রে জানা গেছে।
যা দেশের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর সুত্রে জানা গেছে কোন পন্যের বিপননের ক্ষেত্রে জিআই বা জিওগ্রাফিকাল ইন্ডিকেশন তকমার বিশেষ গুরুত্ব রয়েছে। ওই স্বীকৃতির মাধ্যমে ওই সব পন্য এরাজ্যের নিজস্ব শিল্প সামগ্রী হিসাবে পরিচিত হল। ফলে আগামী দিনে এই সব পন্যের বিপননের ক্ষেত্রে উৎপাদকেরা বিশেষ লোগো ব্যবহার করতে পারবেন।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

19 − 16 =