মহাশোলের শতাব্দী প্রাচীন লক্ষ্মী সরস্বতী পুজোতে সংবর্ধিত প্রাণপুরুষেরা
১৮ ই ফেব্রুয়ারি,২০২৪, মেদিনীপুর:: পশ্চিম মেদিনীপুর জেলার সরস্বতী পুজোর ভিড়ে অন্যতম আকর্ষণ শালবনীর মহাশোল গ্রামের শতাব্দী প্রাচীন লক্ষ্মী সরস্বতী পুজো ও হরিবাসর। শুধু সরস্বতী নন এখানে লক্ষীও দুই বোন হিসেবে প্রায় দেড়শ বছরের বেশি ধরে পূজিত হয়ে আসছেন বসন্ত পঞ্চমীতে। আজ এক সাধারণ ভব্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজোতে গত পঞ্চাশ বছরের প্রাণপুরুষদের সংবর্ধনা জানানো হয় ও গ্রামের উপস্থিত সকলে শপথ নেন যাতে এই পুজো তারা আগামী দিনের ক্রমাগত চালিয়ে যেতে পারেন। যারা এই সময় বেঁচে নেই তাদের পরবর্তী প্রজন্মকে সংবর্ধনা দেওয়া হয়। মরণোত্তর সম্বর্ধনা দেয়া হয় বগলা প্রসাদ সিংহ ও লছমন সিংহকে, এছাড়াও বর্তমান পূজোর কান্ডারী চিত্ত রঞ্জন সিংহ, নিরঞ্জন সিংহ, স্বপন সিংহ,নেপাল চন্দ্র সিংহ, সুব্রত সিংহ ও অরুণ সিংহ কে সংবর্ধনা দেয়া হয়।
প্রত্যেক বছর পূজো ও এই হরিনাম চলাকালীন যারা প্রাণপণ পরিশ্রম করেন সেই পুরোহিত সঞ্জয় চট্টোপাধ্যায়, ক্ষৌরকার শম্ভু মানা ও বাবলু মানা এবং ছড়িদার সুখদেব দাস কে সংবর্ধনা দেয়া হয়। এই এলাকার বিশিষ্ট কীর্তন শিল্পী যিনি খুব ছোট থেকে এই মন্দিরে আসছেন সেই নাগেশ্বর মাইতি কেউ সংবর্ধনা দেয়া হয়। নতুন প্রজন্মের তরফ থেকে সকলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ও সংবর্ধনা তুলে দেন প্রত্যেক প্রাপকের হাতে একটি করে শাল, পুষ্পস্তবক এবং মিষ্টান্ন দেয়া হয়।
এই হরিনাম সংকীর্তন প্রায় দেড়শ বছর ধরে মা লক্ষ্মী সরস্বতী পূজার পরে ২৪ প্রহর ব্যাপী হয়ে আসছে এবং এই উপলক্ষে প্রচুর মানুষের জনসমাগম মেলায় হয় এবং মেলাতে সমস্ত আকর্ষণীয় স্টল ও মনোরঞ্জন ইত্যাদির ব্যবস্থা থাকে