দেশ 

আসাদউদ্দিন ওয়াইসিকে বিচ্ছিন্ন করতে নয়া চাল বিজেপির ,তেলেঙ্গানায় প্রয়োজনে টিআরএসকে সমর্থন দেবে গেরুয়া শিবির

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাজনীতির নীতি আদর্শ যে দিন দিন জলাঞ্জলিতে চলে যাচ্ছে তার আর একটি প্রমাণ পাওয়া গেল । যে দল এবং দলের মুখ্যমন্ত্রী দূনীর্তি গ্রস্থ বলে জনগণের কাছে ভোট চাইল সেই দলই এখন সেই কথিত দূনীর্তিগ্রস্থ সমর্থন দেওয়ার ইঙ্গিত দিলেন । নির্বাচন শেষ হওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই তেলেঙ্গানার বিজেপি সভাপতি কে লক্ষ্মণ সংবাদমাধ্যমকে বলেছেন, তাদের দল টিআরএসকে সমর্থন করবে যদি ১১ ডিসেম্বর ফল বেরনোর পর তেলেঙ্গানায় কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা না পায় সেক্ষেত্রে, আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএমকে বাদ দিলে বিজেপি টিআরএসকে সমর্থন করবে।

রাজ্য বিজেপির সভাপতি আরও বলেছেন , কংগ্রেস এবং এমআইএমকে বাদ দিলে যেকোনও দলকে সমর্থন করতে বিজেপি-র কোনো অসুবিধা নেই । কিন্ত এদিকে আসাদউদ্দিন ওয়াইসি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টিআরএসের পক্ষেই প্রচার করেছেন । তিনি কংগ্রেস এবং বিজেপি বিরুদ্ধে তীব্র প্রচার চালিয়ে ছিল । এই মূহুর্তে যদি টিআরএস ফের ক্ষমতায় আসে তাহলে আসাদউদ্দিনের অবদানকে অস্বীকার করা যাবে না । কারণ আসাদউদ্দিনের প্রচারের ফলে মুসলিম ভোটের সিংহভাগ টিআরএস পাবে । যদি টিআরএস বিজেপি-র সমর্থন নিয়ে সরকার গঠন করে তাহলে আগামী দিনে তেলেঙ্গানার রাজনীতিতে টিআরএস ও এমআইএম-এর রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা প্রশ্ন উঠবে । সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস তেলেঙ্গানায় ভাল ফল করবে বলে রাজনৈতিক মহল মনে করছে । তবে এটা ঠিক টিআরএস নিজের ভোট ব্যাঙ্কের কথা চিন্তা করেই আর বিজেপির সঙ্গে জোটে নাও যেতে পারে ।

Advertisement

শুক্রবারের বুথ ফেরত সমীক্ষায় দুটি ক্ষেত্রে টিআরএস সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে জানানো হয়েছে। অন্য একটি ক্ষেত্রে বলা হয়েছে ১১৯ আসনের মধ্যে তারা ৪৮ থেকে ৬০ আসন পেতে পারে। ২০১৪-র নির্বাচনে বিজেপি ৪৫ টি আসনে প্রার্থী দিয়ে ৫ টি আসন পেয়েছিল। সেইসময় ছিল সংযুক্ত অন্ধ্রপ্রদেশ। সেই সময় বিজেপির সঙ্গে টিডিপির জোট ছিল। এবারের নির্বাচনে ১১৯ আসনের মধ্যে ১১৮ টি আসনে লড়াই করছে বিজেপি। একটি আসন যুব তেলেঙ্গানা পার্টিকে ছেড়েছিল।

বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে বিজেপি রাজ্যে ৫ থেকে ৭ টি আসন পেতে পারে। বিজেপি সূত্রের খবর তারা ১০ থেকে ১২ টি আসন পেতে পারে। যদি তাই হয় বিজেপি সরকার গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − fourteen =