কলকাতা 

সাংসদ হিসাবে পাঁচ বছরের কাজের খতিয়ান সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মিমি চক্রবর্তী! কেন এমন করলেন?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : মিমি চক্রবর্তী সাংসদ পদ ছাড়তে চান। একই সঙ্গে তিনি বিগত পাঁচ বছরে যাদবপুরের সাংসদ হিসেবে তার জন্য বরাদ্দ টাকা কিভাবে খরচা করেছেন তারও বিস্তারিত হিসাব শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। তিনি গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সাংসদ পদ ছাড়তে চান বলে জানিয়েছিলেন।

বৃহস্পতিবার বিধানসভা থেকে বেরিয়েই নিন্দুকদের চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন, “সাংসদ ফান্ডের কত টাকা কোথায় ব্যবহার হয়েছে, কোথায় কাজ হয়েছে, সেই তথ্য নির্দিষ্ট পোর্টালেই পেয়ে যাবেন। এক নম্বরে কার নাম রয়েছে, সেটা যাচাই করে নিন। আর সেটাই আমার গর্বের কারণ।” যেমন কথা তেমন কাজ! নিজের সংসদীয় খাতের টাকা কোথায় কতটা খরচ করেছেন, কীভাবে কাজে লাগিয়েছেন, সেই সমস্ত হিসেব শুক্রবার সমাজ মাধ্যমের পাতায় তুলে ধরলেন মিমি। ২০১৯ সালের লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে জিতে যাদবপুরের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এই কয়েক বছরে মোট ১৭ কোটি টাকার বেশি কাজ করেছেন সংসদীয় এলাকার জন্য। কোন এলাকায় কত টাকা খরচ হয়েছে? তার হিসেবও দিলেন পুঙ্খানুপুঙ্খভাবে।

Advertisement

ফেসবুক পোস্টে তৃণমূলের তারকা সাংসদ মিমি চক্রবর্তী লিখেছেন, “আমার জীবন অধ্যায়ের অধিকাংশ সময় অভিনয় জগতে থেকে মানুষকে মনোরঞ্জন করেছি। কিন্তু বিগত ৫ বছর, বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের একজন সাংসদ রূপে যতটা কাজ সাধারণ মানুষের জন্য করতে পেরেছি, মানুষের করের টাকা সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করেছি, সৎপথে থেকে মাথা উঁচু করে এগিয়ে গেছি… সেই সফরের কথা মনে করলে মারাত্মক আত্মতুষ্টি হয়। তাই আনন্দের সাথে বিগত ৫ বছরের আমার সাংসদ রূপে যাবতীয় কাজের খতিয়ান আজ জনসমক্ষে তুলে ধরলাম।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ