কলকাতা 

মোদীকে মুহাম্মদ বিন-তুঘলকের সঙ্গে তুলনা করে দেশের প্রধানমন্ত্রী পদে বিকল্প মমতাই ,বললেন বাজপেয়ীর মন্ত্রীসভার সদস্য যশবন্ত সিনহা

শেয়ার করুন
  • 153
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : রবিবার কলকাতায় এসে বাজপেয়ী মন্ত্রীসভার প্রাক্তন সদস্য এবং বিজেপি দলের অন্যতম প্রতিষ্ঠাতা যশবন্ত সিনহা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সব রকমের গুণ রয়েছে। আজ কলকাতার উত্তম মঞ্চে তৃণমূল কংগ্রেসের  সোশ্যাল মিডিয়া সেলের পক্ষ থেকে ‘বাংলার ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে বিজেপি অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুহাম্মদ বিন-তুঘলকের সঙ্গে তুলনা করেছেন । আজকের সেমিনারে তিনি তীব্র ভাষায় মোদীকে আক্রমণ করেন । মোদী সরকারের সব রকম সিদ্ধান্তের তিনি বিরোধিতা করেছেন।

তবে তিনি মোদীর সমালোচনা করে ক্ষান্ত হননি । তিনি ঘোষণা করেন আগামী লোকসভা নির্বাচনে তাঁর ভোটে দাঁড়ানোর কোনো ইচ্ছা এখনও পর্যন্ত নেই । তবে গণতন্ত্রের স্বার্থে মোদী বিরোধী যেকোনো দল তাঁকে প্রচারের জন্য ডাকলে তিনি সেই ডাকে সাড়া দেবেন ।

Advertisement

এদিন তিনি বর্তমান কেন্দ্রীয় সরকারের নোট বন্দী থেকে শুরু করে সমস্ত জনবিরোধী কাজের তীব্র সমালোচনা করেন । নরেন্দ্র মোদীকে মুহাম্মদ বিন-তুঘলকের মতো পাগলা রাজার সঙ্গে তুলনা করে বুঝিয়ে দিয়েছেন এই বর্ষীয়ান আরএসএস সদস্য তিনি মোদী বিরোধিতা থেকে সরে আসছেন না ।

উল্লেখ্য , মমতা বন্দ্যোপাধ্যায় কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্যই যশবন্ত সিনহাকে কলকাতায় তৃণমূলের সভায় আমন্ত্রণ জানিয়েছেন । এই সভার সঞ্চালক সাংসদ ডেরেক ও‘ব্রায়েন যশবন্ত সিনহাকে স্যালুট করে অভিনন্দন জানান । যশবন্ত সিনহার আজকের বক্তব্যে বিজেপি যে খানিকটা অস্বস্তিতে তা আর বলার অপেক্ষা রাখে না ।


শেয়ার করুন
  • 153
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

16 − three =