কলকাতা 

সন্দেশখালিতে আরএসএসের ‘বাসা’ আছে,  এত গোলমালের নেপথ্যে রয়েছে ইডি বিধানসভায় বললেন মমতা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সন্দেশখালিতে আরএসএসের ‘বাসা’ আছে,  সন্দেশখালিতে এত গোলমালের নেপথ্যে রয়েছে ইডি। তারাই শাহজাহানকে ‘টার্গেট’ করে সন্দেশখালিতে ঢুকেছে এবং গোলমাল বাঁধিয়েছে।

বৃহস্পতিবার বিধানসভায় মমতা বলেন, ‘‘সন্দেশখালিতে শাহজাহানকে ‘টার্গেট’ করে ইডি ঢুকল। সেই নিয়ে গোলমাল করে সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হচ্ছে। ওখানে আরএসএসের বাসা রয়েছে।’’ মমতা জানান, এমনিতেই ওটা অশান্তিপ্রবণ এলাকা। তাঁর কথায়, ‘‘সেখানে মুখে মাস্ক পরে গোলমাল করা হচ্ছে। বহিরাগতরাই সন্দেশখালিতে এত গোলমাল পাকাচ্ছে।’’

Advertisement

শাহজাহানকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সন্দেশখালি উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানকার গ্রামবাসীরা শাহাজাহান-সহ এলাকার বেশ কয়েক জন তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকায় অত্যাচারের অভিযোগ জানিয়ে পথে নেমেছেন। তাঁরা শাহজাহানদের গ্রেফতারির দাবি জানিয়েছেন। শাহজাহান ছাড়াও ওই তালিকায় আছেন তৃণমূলের ব্লক সভাপতি শিবু হাজরা এবং অঞ্চল সভাপতি উত্তম সর্দার প্রমুখ। শাহজাহানদের গ্রেফতারি চেয়ে সন্দেশখালির মহিলারা থানা ঘেরাও করেন। শিবুর পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ