দেশ 

বিহার বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন নীতিশ কুমার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিরোধীশূন্য বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সোমবার বিহারের আস্থাভোটের আগেই কক্ষত্যাগ করেন বিরোধীরা। তার পরে ১২৯টি ভোট পড়ে এনডিএ জোটের পক্ষে। নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে আস্থা ভোটে জয় পেলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ। তাঁর পক্ষে ভোট দিলেন লালুপ্রসাদ যাদবের দলের তিন বিধায়কও।

আস্থাভোটের আগে রীতিমতো হুঙ্কার দিয়েছিলেন বিহারের সদ্যপ্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। জানিয়েছিলেন, নীতীশের দলের বহু বিধায়ক তাঁর বিপক্ষে ভোট দিতে পারেন। খেলা এখনও বাকি আছে। কিন্তু সোমবার বিহারের বিধানসভায় অন্য ‘খেলা’ দেখতে পেলেন তেজস্বীরা। শুরু থেকেই এনডিএ বেঞ্চে গিয়ে বসলেন আরজেডির তিন বিধায়ক।

Advertisement

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ