কলকাতা 

রাজ্যসভার নির্বাচনে পুরনোদের ছেঁটে কাদের জায়গা দিলেন তৃণমূল নেত্রী?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। দলের ওয়েবসাইটে ঘোষিত প্রার্থী তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিনজন সংসদ তবে বিশিষ্ট সাংবাদিক নাদিমুল হককে পুনরায় মনোনয়ন দেওয়া হয়েছে। নাদিমুল হক টানা তিনবার রাজ্যসভার জন্য মনোনীত হলেন।

অন্য তিন জন প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর এবং সাংবাদিক সাগরিকা ঘোষ। পুরোনোদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস ও শান্তনু সেন। এ বারের রাজ্যসভা ভোটে চার আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত।

Advertisement

এই রাজ্য থেকে মোট পাঁচজন রাজ্যসভায় যাওয়ার কথা। চারটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয় নিশ্চিত অন্যদিকে একটি আসন বিজেপির পাওয়ার কথা। তাই নাদিমুল হক সুস্মিতা দেব মমতা বালা ঠাকুর এবং সাগরিকা ঘোষের রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হয়ে গেল ভোট হওয়ার সম্ভাবনা নেই।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ