দেশ 

রিল বানিয়ে শাস্তির মুখে ৩৮ জন মেডিকেল পড়ুয়া

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : হোস্টেলের মধ্যে ডাক্তারি পরোয়ারা ফেসবুকে রিল বানিয়ে ছিলেন। আর এই অভিযোগে ৩৮ জন মেডিকেল পড়ুয়াকে শাস্তির মুখে পড়তে হলো। ১০ দিনের জন্য হাউসম্যানশিপ প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছে।

গাদাগ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ডিরেক্টর ড. বাসবরাজ বম্মানহিলি জানিয়েছেন, ”হাসপাতাল চত্বরে ইনস্টাগ্রাম রিল বানিয়েছিলেন ওই ৩৮ জন পড়ুয়া। এমন আইন ভাঙা বড় ভুল। তাঁরা যা করতে চান, তা হাসপাতালের বাইরে করলেই পারতেন। রোগীদের অসুবিধা সৃষ্টি না করে। আমরা কাউকে এমন কিছু করার অনুমতি দিইনি।”

Advertisement

যদিও অভিযুক্ত পড়ুয়াদের দাবি, তাঁরা এই ধরনের কার্যকলাপ করেছেন প্রি-গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের জন্য। এপ্রসঙ্গে বাসবরাজ বলছেন, ”ওঁরা যা বলছেন সে সম্পর্কে আমরা খোঁজ নিয়ে দেখেছি। ওঁদের হাউসম্যানশিপ আর ১০-২০ দিন চলার কথা ছিল। তা আরও ১০ দিন বাড়ানো হয়েছে।” প্রসঙ্গত, ভিডিওটিতে ডাক্তারি পড়ুয়াদের হিন্দি ও কন্নড় গানে নাচতে দেখা গিয়েছিল। হাসপাতালের করিডরে তাঁদের ওই কাণ্ড ভাইরাল হয়েছিল দ্রুত। বয়ে গিয়েছিল নিন্দার ঝড়। প্রশ্ন উঠেছিল, কী করে হবু ডাক্তাররা হাসপাতালের মধ্যে এমন কাজ করতে পারেন।

একদিন আগেই কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরাও এক চিকিৎসককে বরখাস্ত করা হয় অপারেশন থিয়েটারের মধ্যে প্রি-ওয়েডিং ফটোশুট করার অভিযোগে। সেই ঘটনার পরই এবার সামনে এল এই ঘটনা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ