দেশ 

রাম-মন্দির নির্মাণের দাবিতে দিল্লিতে বিশাল সমাবেশ করল ভিএইচপি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শীতকালীন অধিবেশনেই রাম মন্দির নির্মাণের জন্য সরকারকে অর্ডিন্যান্স জারির করার দাবিতে সরকারের  ওপর চাপ বাড়াতে দিল্লির রামলীলা ময়দানে সবা করল বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে দিল্লির রামলীলা ময়দানে তাদের সমাবেশে দেড়লক্ষের ওপর মানুষের জমায়েত হয়েছে।

অযোধ্যায় রামমন্দির তৈরি করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থাগ্রহণ করতে হবে। এই দাবিতেই দিল্লির রামলীলা ময়দানে জমায়েত। সমাবেশে হাজির হয়েছে  আরএসএসও। তাদের দাবি আইন পদক্ষেপকে দূরে সরাতে অর্ডিন্যাস জারি করতে হবে।

Advertisement

১১ ডিসেম্বর মঙ্গলবার থেকে বসতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী বছর সাধারণ নির্বাচনের আগে এটাই সর্বশেষ পূর্ণাঙ্গ অধিবেশন। তারই আগে চাপ বাড়ানোর চেষ্টা হিন্দু সংগঠনগুলির। এদিন লালকেল্লার বাইরে ভিড়ের চাপ এতটাই বেশি ছিল যে, পুলিশ গেট বন্ধ করে দিতে বাধ্য হয়। এরপরেই জনতা গেট খুলে দেওয়ার জন্য চাপ দিতে থাকে।
অযোধ্যা কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে মুলতুবি রয়েছে। সর্বোচ্চ আদালতের তরফে জানুয়ারি মাসে শুনানির দিন ধার্য হতে পারে বলে অনুমান। গত ২৫ বছরেরও বেশি সময় ধরে আদালতের নির্দেশে মন্দির তৈরি থমকে রয়েছে। দক্ষিণপন্থী সংগঠনগুলির দাবি মন্দির তৈরির জন্য সরকারকে অর্ডিন্যান্স জারি করতে হবে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen + nineteen =