‘‘সংসদে আমার শেষ দিন,ধন্যবাদ দিদি,ধন্যবাদ ঘাটালবাসীকে’’ : দেব
বিশেষ প্রতিনিধি : গতকাল আমরা অর্থাৎ বাংলার জনরব বলেছিল ঘাটাল লোকসভা কেন্দ্রে দীপক অধিকারী ওরফে দেব আর প্রার্থী হবেন না। আজ বৃহস্পতিবার সংসদে ভাষণ দিতে গিয়ে বিশিষ্ট অভিনেতা এবং ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব বলেন আমি সাংসদ থাকি বা না থাকি কিন্তু ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে। সংসদে এই বক্তৃতার মধ্য দিয়ে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো ঘাটাল লোকসভা এবার দেব আর প্রার্থী হবেন না সেই ইঙ্গিতই দিলেন লোকসভায় তাঁর শেষ ভাষণে!
এই জল্পনার মধ্য দিয়ে কিছুক্ষণ পরেই দেব স্পষ্ট করে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন, ‘‘সংসদে আমার শেষ দিন। ধন্যবাদ দিদি। ধন্যবাদ ঘাটালবাসীকে।’’এর আগে বৃহস্পতিবার দুপুরে সংসদের বক্তৃতায় দেব বলেছিলেন, ‘‘আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে।’’ যে বাক্যবন্ধকে অনেকেই সমাপ্তি বক্তৃতা বলেই ভেবেছিলেন। হলও তাই। পাশাপাশিই দেব বলেছিলেন, ‘‘১০ বছর সাংসদ হিসাবে কাজ করতে দেওয়ার জন্য আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই।’’
অধিবেশনের পরে নতুন সংসদ ভবনের বাইরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেছিলেন, ‘‘ভোটে দাঁড়ানোর বিষয়ে আমার কী বক্তব্য তা এক বছর আগেই আমি নেত্রীকে জানিয়েছিলাম। কয়েক দিন আগেও তা জানিয়েছি। এখন এ নিয়ে কিছু বলব না।’’ যদিও পরে সমাজমাধ্যমে তা স্পষ্ট করে দেন। সংসদের বক্তৃতায় দেব এ-ও বলেন, ‘‘ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১০ বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনও অর্থ দেয়নি। যা করার রাজ্য করেছে।’’
অথচ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন দেব যাতে ঘাটালে প্রার্থী হন তারপরেও তৃণমূলের এই সাংসদ কেন সরে গেলেন তা নিয়ে রাজ্য জুড়ে বিতর্ক চলছে। দেব সরে যাওয়ার পর ঘাটাল লোকসভা কেন্দ্র কি ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস সেটাই এখন কোটি টাকা প্রশ্ন?