দেব সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন ? আসল রহস্য কি?
বিশেষ প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব লোকসভা থেকে পদত্যাগ করতে চলেছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়ে অনেকদিন থেকেই তৃণমূলের প্রতি বিরক্ত ছিলেন এই অভিনেতা সাংসদ। কয়েকদিন আগেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চেয়ারম্যান পর থেকে পদত্যাগ করেছেন।
তারপর থেকেই বাজারে জল্পনা শুরু হয়ে যায় অভিনেতা সাংসদ দেব এবার সংসদ পদেও ইস্তফা দিতে পারেন! অনেকেই মনে করছিলেন তিনি আগামী দিনে লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন না ! তবে সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের তৃণমূল নেতাদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে সম্পদ বলেছিলেন। সেই সম্পদই এখন কেন এতটা দলের প্রতি রুষ্ট হয়েছেন তা বোঝা যাচ্ছে না।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে জল্পনা আরো তীব্র হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘাটালের সাংসদ লিখেছেন আর কয়েক ঘন্টা। এর তাৎপর্য কি তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন দেব সাংসদ পদ থেকে পদত্যাগ করতে চলেছেন। আর মাত্র দু’দিন লোকসভার অধিবেশন হবে তারপরেই সম্ভবত এই লোকসভার মেয়াদ শেষ হয়ে যাবে। সাধারণ নির্বাচনের পর আবার নতুন সংসদ গঠিত হলে তখন অধিবেশন শুরু হবে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেবের এই পোস্ট জল্পনাকে আরো উস্কে দিল।সেই সন্ধিক্ষণে দেবের এই পোস্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কয়েক দিন আগেই ঘাটাল কলেজ, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব। তার পর বুধবার তাঁর এই পোস্টে অনেকেই দুইয়ে দুইয়ে চার করতে চাইছেন।