দেশ 

চম্পইকেই সরকার গড়ার আমন্ত্রণ জানালেন ঝাড়খণ্ডের রাজ্যপাল, শপথ আজ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণাণ জে এম এম নেতা চম্পই সোরেনকে সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানালেন। আজ শুক্রবার এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ঝাড়খণ্ডের রাজভবনে। গতকাল বিকেল পর্যন্ত সরকার গড়ার আমন্ত্রণ জানানো হয়নি রাতে রাজ্যপাল জোটের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরেই সরকার গড়ার আমন্ত্রণ জানান।জোট সরকারের অন্যতম শরীক কংগ্রেসের পরিষদীয় নেতা আলমগির আলম জানিয়েছেন, শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন চম্পই। আগামী ১০ দিনের মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে বিধানসভায়। গরিষ্ঠতা প্রমাণের মতো বিধায়ক সংখ্যা হাতে রয়েছে বিজেপি-বিরোধী জোটের কাছে।

বৃহস্পতিবার বিকেলে জেএমএম নেতা চম্পই, কংগ্রেসের পরিষদীয় নেতা আলমগির আলম, সিপিআই (এমএল)-এর বিনোদ সিংহ এবং জেভিএম (বর্তমানে কংগ্রেস) বিধায়ক প্রদীপ যাদব রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। তখন কোনও আশ্বাস মেলেনি। বিধায়ক ‘কেনাবেচা’ যে হতে পারে সেই আশঙ্কা থেকেই বিজেপি-বিরোধী মহাজোটের ৩৯ জন বিধায়ককে দু’টি চার্টার্ড বিমানে কংগ্রেস শাসিত তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের কোনও রিসর্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। রাজভবন থেকে বেরোনোর সময় চম্পই বলেছিলেন, ‘‘আমরা ৪৩ জন বিধায়ক ঐক্যবদ্ধ। আমরা রাঁচীর সরকারি গেস্ট হাউসে রয়েছি।’’ কিন্তু রাঁচী থেকে তাঁদের বিমান উড়তেই পারেনি। খারাপ আবহাওয়ার কারণে বিমান বাতিল করে দেওয়া হয়। এর খানিক পরেই চম্পইকে আমন্ত্রণ জানান রাজ্যপাল।

Advertisement

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ