হাসপাতালে চিকিৎসাধীন পরীক্ষার্থীর পরীক্ষার বন্দোবস্ত করলো বোর্ড সদস্য ফারহাদ
নিজস্ব প্রতিবেদক, বসিরহাট : শারীরিক অসুস্থতা দূরে সরিয়ে হাই মাদ্রাসার পরীক্ষা দিল জুলাইখা খাতুন। মনের ইচ্ছা শক্তি আর সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভালোভাবে পরীক্ষা দিয়েছে।
বলাবাহুল্য অসুস্থ শিক্ষার্থী – নাম জুলাইখা খাতুন, উঃ ২৪ পরগনা জেলার বসিরহাটের কোদালিয়া আমিনিয়া হাই মাদ্রাসার ছাত্রী। পরীক্ষা কেন্দ্র ছিল পার্শ্ববর্তী কাদেরিয়া হাই মাদ্রাসায়। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়ে পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।
খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছে পরীক্ষার্থীর যাতে পরীক্ষার কোনও অসুবিধা না হয়, তার জন্য সবরকমের বন্দোবস্ত করতে দুটি মাদ্রাসার প্রধান শিক্ষক ও পুলিশি নিরাপত্তা এবং ডাক্তার বাবুদের প্রচেষ্টায় ভালোমতো পরীক্ষা শেষ করতে পেরেছে বলে জানায় বোর্ড সদস্য ফারহাদ।