কলকাতা 

কলকাতায় আন্তর্জাতিক কেরাত সম্মেলনের ব্যবস্থাপনায় খুশি আগত অতিথিরা

শেয়ার করুন

ইসরাফিল বৈদ্য, কলকাতা : অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিট্যাবল ট্রাষ্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সহযোগিতা এবং পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম এর ঐকান্তিক প্রচেষ্টায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের কেরাত মজলিশ আয়োজন করতে সুবিধা হয়েছে। কমিটির চেয়ারম্যান সাব্বির আলি ওয়ারসির নেতৃত্বে এবং,আহমদ হাসান ইমরান সম্পাদক পুবের কলম, অ্যাডভাইসারি কমিটির সদস্য তথা মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ, বিধায়ক নূরুল ইসলাম, কামরুল হুদার মতো নেতৃত্বদের সর্বদা সহযোগিতা এবং মুস্তাফিজ হাশমী ভাইস চেয়ারম্যান,জিয়াউল হক লস্কর সভাপতি,ক্বারী ফজলুল রহমান ইমামে ঈদাইন,মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক,মুহাম্মদ হাসানুজ্জামান কোষাধক্ষ্য,সেখ আয়ুব আলী প্রমুখ।

আন্তর্জাতিক কেরাত সম্মেলন কে সাফল্য মন্ডিত হয়ে ওঠে ক্বারী মেক্কদাদ আল সাঈদ (মক্কা মুকাররমা, সউদি আরব)মাগরিব নামাজের আজান দেওয়া ও জামাতের ইমামতি করেন, শায়েখ ক্বারী সাইয়েদ মুস্তফা আল হুসাইনী (ইরান),শায়েখ ক্বারী আইমান রিজওয়ান (মালোশিয়া),শায়েখ ক্বারী আব্দুল ওয়াদুদ (বাংলাদেশ) * ক্বারী মহম্মদ রেজা আযহারী (নেপাল),ক্বারী আব্দুর রউফ (দারুল উলুম দেওবন্দ),ক্বারী মাহমুদ খালিদ (হরিয়ানা),ক্বারী তয়্যেব জামাল (সাহারানপুর, ইউ.পি),ক্বারী সাদাকাত আযহারী (বিহার) * ক্বারী আবুল ক্বাসিম (ভাগলপুর, বিহার),ক্বারী শাহিদ ইরফানী (কোলকাতা),ক্বারী মহম্মদ আব্বাস (পার্কসার্কাস) * ক্বারী বেলাল আযহারী (গাজীপুর, ইউ.পি),ক্বারী আল হাসান আযহারী (রামপুর, ইউ.পি),ক্বারী আব্দুর রহিম (মুম্বাই)।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ