আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না , জানিয়ে দিলেন মাধুরি
বাংলার জনরব ডেস্ক : ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অভিনেত্রী মাধুরি দীক্ষিত প্রার্থী হবেন না বলে জানিয়ে দিয়েছেন । যদিও কয়েকদিন আগে বিজেপির এক নেতা জানিয়েছিলেন মাধুরি দীক্ষিত নাকি পুণে থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন । ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মাধুরিকে মহারাষ্ট্রের পুনে কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিল বিজেপি।
সেই খবর বেশ কিছুদিন ধরে ট্রেন্ডে ছিল। এবার সেই বিষয়ে মাধুরির তরফে যাবতীয় দিক স্পষ্ট করে দেওয়া হয়। বলিউড অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, আসন্ন তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। মাধুরি মুখপত্র জানিয়েছেন , গোটা খবরটিই ছিল জল্পনার নামান্তর।
উল্লেখ্য,এবছর জুনে মাধুরীর বাসভবনে গিয়ে দেখা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জানা গেছে ,সেই সময় মাধুরির সঙ্গে লোকসভা নির্বাচনে প্রার্থীপদের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। যদিও সেই বিষয়টি কার্যত নস্যাৎ করে দিয়েছেন মাধুরির মুখপত্র।