শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সরিয়ে কাকে দায়িত্ব দিলেন প্রধান বিচারপতি?
বাংলার জনরব ডেস্ক : শিক্ষা সংক্রান্ত সবকটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজ্লাস থেকে সরিয়ে নিলেন প্রধান বিচারপতি। আজ মঙ্গলবার বিকেলে যে রোস্টার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জারি করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে শিক্ষা সংক্রান্ত সবকটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে সরিয়ে বিচারপতি রাজাশেখর মান্থারের এজলাসে পাঠানো হয়েছে।
সাধারণত হাই কোর্টের কোন বিচারপতি কোন মামলা শুনবেন, তা লেখা থাকে হাই কোর্টের রস্টার বা দিনলিপিতে। আর ওই রস্টার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন হাই কোর্টের ‘মাস্টার অফ রস্টার’ তথা প্রধান বিচারপতি। মঙ্গলবারও কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলের সিদ্ধান্ত নিয়েছেন । প্রধান বিচারপতিরই স্বাক্ষরিত একটি নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার শুনানি হবে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে। বদলে বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি। এ ছাড়া শিক্ষা মামলায় গ্রেফতারি সংক্রান্ত কিছু মামলা থাকবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে। এর আগে স্কুল সার্ভিস কমিশনের মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠানো হয় এবার প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলোও সরিয়ে নেওয়া হলো।
মনে করা হচ্ছে সাম্প্রতিককালে মেডিকেল কলেজে জাতিসংশা পত্র জাল করে ভর্তি নিয়ে যে মামলা হাইকোর্টে হয়েছিল সেই মামলার প্রেক্ষিতে দুই বিচারপতির যে বেনজির সংঘাত সামনে এসেছে তারই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নিয়েছেন।