জেলা 

বিজেপির সভাস্থলে গঙ্গাজল , গোবর জল ছিটিয়ে পবিত্র করল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর পুত্র

শেয়ার করুন
  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কোচবিহারের ঝিনাইডাঙায় বিজেপি যে মঞ্চ থেকে রথ বের করার উদ্যোগ নিয়েছিলে আদালতে আদেশে তা স্থগিত হয়ে যায় । তবে সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঞ্চে উঠে সবাই ধন্যবাদ ঞ্জাপন করেন । তাই সেই মঞ্চকে ও সভাস্থলে গোবরজল ও গঙ্গাজল ছিটিয়ে পবিত্রযাত্রা শুরু করল তৃণমূল। বিজেপিকে কটাক্ষ করে তাদের দাবি, “কিছু ছাট মাল এসে এই মাটি অপবিত্র করছে। তাই এই শুদ্ধিকরণের ব্যবস্থা। যদিও বিজেপির দাবি, গতকালই জনগণ এর উত্তর দিয়ে দিয়েছে।”

পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন। তাই গণতন্ত্র বাঁচাও যাত্রার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। কোচবিহারে রথযাত্রা দিয়ে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। পাশাপাশি সেখানে সভা হওয়ারও কথা ছিল। এই রথযাত্রা হলে সেই এলাকার “শুদ্ধিকরণ” করা হবে বলে আগেই জানিয়েছিল তৃণমূল। তবে আদালতের নির্দেশে রথযাত্রা বাতিল হয়। কিন্তু তার প্রভাব সভায় পড়েনি। গতকাল সভার আয়োজন করে বিজেপি ।
আজ সকালে সেই সভাস্থল ও সভাস্থলের সামনের রাস্তায় গোবরজল ও গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করা হয়। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ছেলে তথা কোচবিহার জেলা পরিষদ সদস্য পঙ্কজ ঘোষ বলেন, “রথযাত্রা না হলেও সভা হয়েছে। মদনমোহনের এলাকা দূষিত হয়েছে। তাই শুদ্ধিকরণ করা হল।” যদিও বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতী রাভা বলেন, “মানুষ যে আমাদের পাশে রয়েছে, গতকালই গোটা রাজ্য তা দেখেছে।”

Advertisement

 


শেয়ার করুন
  • 37
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + 20 =