বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানাল আইনজীবিদের একাংশ!
মেডিক্যাল কলেজে ভর্তি মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (এজি) উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছু মন্তব্য নিয়ে ক্ষমা চাওয়ার দাবি উঠল। রাজ্যের এজির কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে এই মর্মে হাই কোর্টে আইনজীবীদের একাংশ চিঠি দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে।
প্রধান বিচারপতিকে লেখা ওই চিঠিতে লেখা হয়েছে, ‘‘এজি-র উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, নিন্দনীয়, অবমাননাকর এবং মানহানিজনক।’’ বিনা প্ররোচনায় বিচারপতি গঙ্গোপাধ্যায় গত ২৫ জানুয়ারি ওই মন্তব্য করেছেন জানিয়ে চিঠিতে লেখা হয়েছে, ‘‘ওই ঘটনাকে পশ্চিমবঙ্গের আইনজীবীদের অপমান বলে আমরা মনে করছি।’’ এজি-র উদ্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই মন্তব্য ‘কলকাতা হাই কোর্টের অবমাননা’ বলেও আইনজীবীদের একাংশের লেখা চিঠিতে প্রধান বিচারপতি শিবজ্ঞানমকে অভিযোগ করা হয়েছে।