দেশ 

নীতিশ কুমারের পর নরেন্দ্র মোদির ভবিষ্যৎ নিয়ে কি বললেন প্রশান্ত কিশোর?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী লোকসভা নির্বাচনের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনদিয়ে জোট বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করলেন ভোট বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর।

সংবাদমাধ্যম ‘অজ তক’-কে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন, ‘‘বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এ বারের লোকসভা ভোটেও ‘ক্লিন সুইপ’ (নিরঙ্কুশ জয়লাভ) করবে।’’ বিহারে পরবর্তী বিধানসভা ভোট হওয়ার কথা ২০২৫ সালে। পিকের দাবি, সেই নির্বাচনে নীতীশের দল জেডিইউ সে রাজ্যের ২৪৩টি আসনের মধ্যে ২০টির বেশি জিততে পারবে না। তিনি বলেন, ‘‘যে জোটের হয়েই লড়ুন না কেন, নীতীশের দল যদি ২০টির বেশি আসনে জেতে, আমি আমার কাজ ছেড়ে দেব।’’ প্রসঙ্গত, ২০২১ সালে বাংলায় নীলবাড়ির লড়াইয়ের আগে পিকে জানিয়েছিলেন, বিজেপি ১০০ আসনে জিতলে তিনি ‘নির্বাচনী পরামর্শদাতার’ কাজ ছেড়ে দেবেন। তাঁর সেই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছিল।

Advertisement

এর আগে প্রশান্ত কিশোর বলেছিলেন নীতিশ কুমার বিহারের রাজনীতিতে খুব বেশি কিছু করে উঠতে আর পারবেন না তিনি যে জোটেই থাকুন সেই জোট খারাপ রেজাল্ট করবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ