কলকাতা 

এমএসসি নিয়ে চলমান পরিস্থিতিতে এসডিপিআই-এর প্রতিক্রিয়া

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক : বাম জামানার ভূত মাদ্রাসা সার্ভিস কমিশনের মাথার আজও। তাই তাঁরা বুক ফুলিয়ে বলতে পারছে — ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে হাইস্কুলের মত করে দেয়া উচিত। এরা সংবিধানের ৩০ ধারাকেও মানতে চায় না। তাহলে বিজেপি সরকারের সঙ্গে এদের তফাতটা কোথায়? তারাওতো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু স্ট্যাটাস তুলে দিতে চাইছে একই মনোভার থেকে — ক্ষোভের সঙ্গে এমনই প্রতিক্রিয়া জানালেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিম বঙ্গ রাজ্য কমিটির সহ-সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন। তিনি আরো বলেন— বর্তমানে মাদ্রাসা সার্ভিস কমিশনের ঔদ্ধত্য সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। যে কারণে ৭০০-র অধিক ছাত্র-ছাত্রী অ্যাডমিট কার্ড না পেলেও কোন অনুশোচনা নেই। তারা নেগেটিভ মার্কিং নতুন করে চাপাতে চাইছে নিয়ম বহির্ভূত হলেও— যাতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এলিজিবল হতে না পারে।

উল্লেখ্য, এম এস সি এবারের TET পরীক্ষায় নেগেটিভ মার্কিং চালু করছে যা নাকি NCTE-র গাইড লাইনে নেই। তাছাড়া একই দিনে পুলিশের পরীক্ষা থাকায় পরীক্ষার দিন বদলানোর দাবি Admit সমস্যা প্রভৃত নিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনে ছাত্র-ছাত্রীরা যায়, কিন্তু সেখানে তাঁদের কথার মূল্যই দিতে চায়নি কমিশনের উর্দ্ধতন কর্তৃপক্ষ। এসব নিয়ে অশান্তি বিরাজ করছে মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত ছাত্র-ছাত্রীদের মনে।

Advertisement

প্রশ্ন হচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশন তো তৈরী হয়েছে মাদ্রাসার ছাত্র- ছাত্রীদের উপকার হবে বলে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই কমিশনে যারা বসেছেন তারাই এখন বিপদ থেকে উদ্ধার নয়, বিপদে ফেলেই যেন শান্তি অনুভব করছেন।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ