অমিত শাহের বঙ্গ সফর বাতিল ! নেপথ্যে রহস্য?
বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা বাতিল করা হয়েছে। আগামী সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মেচেদাতে জনসভা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। রবিবার তাঁর কলকাতায় আসার কথা ছিল। কিন্তু শনিবার জানা গেল হঠাৎই এই সফর বাতিল হয়েছে।
বাংলার প্রতিবেশী রাজ্য বিহারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। দেড় বছরের মাথায় ‘মহাগঠবন্ধন’ ছেড়ে আবার বিজেপির সহযোগী হতে পারেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, এমন খবর হাওয়ায় ভাসছে। শনিবারই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দিতে পারেন নীতীশ, এমনও শোনা যাচ্ছে। একটি সূত্র জানাচ্ছে, নীতীশ যদি আবার এনডিএতে ফিরে আসেন, তা হলে আপত্তি নেই বিজেপির শীর্ষ নেতৃত্বের। বিজেপি সূত্রের খবর, রবিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন নীতীশ। রবিবার সকালে জেডি (ইউ) পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন তিনি। আর সোমবার বিজেপির সমর্থন নিয়ে আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি। বিহারে রাজনৈতিক পটপরিবর্তনের কারণে শাহের বাংলা সফর পিছিয়ে দেওয়া হয়েছে।
এ দিকে, শাহের বঙ্গসফরের প্রস্তুতি শুরু হয়েছিল জোরকদমে। কথা ছিল, রবিবার রাতে দলের শীর্ষনেতাদের সঙ্গে কথাবার্তা বলবেন শাহ। রবিবার সকালে প্রথমে শাহের যাওয়ার কথা ছিল উত্তর ২৪ পরগনার বারাসতে। সেখানে চারটি লোকসভা এলাকার নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক। দুপুরে পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা। সেখানেও ডাকা হয়েছিল চারটি লোকসভা এলাকার কর্মীদের। বিকেলে কলকাতায় ফিরে সায়েন্স সিটিতে একটি বৈঠক করার কথা ছিল শাহের। তবে অমিত শাহ হঠাৎ বঙ্গ সফর বাতিল করায় বিজেপি দলের মধ্যেই অস্বস্তি দেখা দিয়েছে।
এদিকে বিহারের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই তৎপরতা দেখাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে নীতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না যদিও মুখ্যমন্ত্রী হন তাহলে বিধানসভার শক্তি পরীক্ষায় তাকে হারিয়ে দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছেন। কারণ বেশ কয়েক মাস ধরেই নীতীশ কুমার আরজেডি জোট ছেড়ে এনডিএ জোটে যাওয়ার চেষ্টা করছেন, তাই অনেক আগে থেকেই নীতিশ কুমারের দলকে ভাঙ্গানোর চেষ্টা করে চলেছেন লালু প্রসাদ যাদব। আর যদি লালুর এই চাল বাস্তবায়িত হয়ে যায় তাহলে বিহার বিজেপির কাছে অধরাই থেকে যাবে।