শিশুসাহিত্যের অমর স্রষ্টা সুকুমার রায়-এর শততম প্রয়াণবর্ষে পাঠভবন ডানকুনিতে আনন্দমেলার উদ্বোধন
গৈরিক সাহা : ১৯২৩ এর দশ সেপ্টেম্বর প্রয়াত হয়েছিলেন শিশু সাহিত্যের অমর স্রষ্টা সুকুমার রায়। ভারতীয় সাহিত্যে “ননসেন্স ছড়া”র প্রবর্তক ছিলেন তিনি। তাঁর প্রয়াণের শততম বর্ষ স্মরণীয় করে রাখতে ডানকুনির পাঠভবন এ বছরে তাদের আনন্দমেলার মুখ্য ভাবনা রেখেছে সুকুমার রায়। তিন দিন ধরে চলবে এই মেলা, ২৬ থেকে ২৮ জানুয়ারি। শুক্রবার ২৬ জানুয়ারি এই মেলা শুরুর প্রাক্কালে বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়। এর পরেই শুরু হয় মেলার মূল অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক শ্রী সন্দীপ রায়, শিক্ষাবিদ পবিত্র সরকার, পাঠ ভবন সোসাইটির প্রেসিডেন্ট বিজ্ঞানী পার্থ ঘোষ ও সুকুমার বিশেষজ্ঞ দেবাশীষ মুখোপাধ্যায় মহাশয় সহ একাধিক ব্যক্তিত্ব।
“স্রষ্টার প্রয়াণ ও সৃষ্টির শতবর্ষ ” (সুকুমার রায় এর শততম মৃত্যুবার্ষিকি ও আবোল তাবোল প্রকাশের শতবর্ষ) এই ভাবনাকে সামনে রেখেই শুরু হল এই বছরের মেলা। প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন সন্দীপ রায়। অতিথি অভ্যাগতদের বরণ করে নেয় স্কুলের পড়ুয়ারা। এরপর সুকুমার মেলার স্মারণীকা প্রকাশ করেন পবিত্র সরকার। পাশাপাশি এদিন পাঠ ভবন-শ্রীরামপুর এর কথাও ঘোষণা করা হয় কতৃপক্ষের তরফ থেকে। এদিন মেলার পাশাপাশি বিষয়ভিত্তিক ও শিশুদের অঙ্কন প্রদর্শনীর আয়োজন করা হয়। তবে মেলার মূল আকর্ষণ ছিল সুকুমার রায় আধারিত প্রদর্শনী। সুকুমার বিশেষজ্ঞ দেবাশীষ মুখোপাধ্যায় মহাশয় তার সংগ্রহে থাকা সুকুমার রায় এর বিরল কিছু সৃষ্টি মেলায় প্রদর্শিত হয়। প্রসঙ্গত প্রতি চারবছর অন্তর স্কুলে এই মেলার আয়োজন করা হয়। শেষ মেলা হয় ২০১৭ সালে৷ কোভিড মহামারীর কারণে তা পিছিয়ে গিয়ে এই বছর আয়োজন করা হয়৷ ফলে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিদ্যালয়ের সাথে সম্পর্কিত সকলেই বেজায় খুশি।