অন্যান্য 

সংবিধান, জনগণ ও গণতন্ত্র প্রকৃতি ও আজকের দিনে তার রূপ/ অর্পণ বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

অর্পণ বন্দ্যোপাধ্যায় : দেখতে দেখতে ৭৫ বছর অতিক্রান্ত হল ভারতবর্ষের গণতন্ত্র।গণতন্ত্র অর্থাৎ জনগণের শাসন,৭৫ বছর পরেও তা কতটা প্রতিষ্ঠিত হয়েছে এ নিয়ে প্রশ্ন চিন্হ বিদ্যমান।যে দেশে নির্বাচন পরিণত হয়ে প্রহসনে সরকারি কোষাগার উন্মুক্ত করে খরচ করা হয় কোটি কোটি টাকা, যে দেশে আজও দারিদ্র, জাতিবাদ, অশিক্ষা, কর্মসংস্থান একটি জ্বলন্ত বিষয় সেখানে মানুষের শাসন কতটা প্রতিষ্ঠিত হয়েছে এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। রবীন্দ্রনাথের ভাষায় –  “আমরা সবাই রাজা আমাদেরই এই রাজার রাজত্বে ”

কিন্তু সত্যি কি আমরা সবাই রাজা হতে পেরেছি। নাকি রাজত্ব ও ক্ষমতা রয়েছে শুধুমাত্র এক শ্রেণীর মানুষের কাছে যাদের মুখ্য উদ্দেশ্যই হল নিজেদের স্বার্থ সিদ্ধি করা? প্রশ্ন থেকেই যায় সামনেই গণতন্ত্রের বিশাল উৎসব লোকসভা নির্বাচন তার প্রাক্কালে আমজনতার টাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ভোটব্যাংক সুরক্ষিত করার জন্য। ধর্মীয় মোচ্ছব চলছে এরই নাম গণতন্ত্র মনে তো হয় না। অন্তত সংবিধানের রূপকারেরা এই গণতন্ত্রের স্বপ্ন দেখেননি। এখনও অবধি নারীর সম্মান ভুলুন্ঠিত, গ্রামেগঞ্জে, শহরে ধর্ষিতা হতে হয় নারীকে মেলেনা সুবিচার কত! ছাত্রের আলোকজ্জ্বল ভবিষ্যৎ শুধুমাত্র অর্থের অভাবে থমকে যায়,চাকরির দাবিতে হাজার হাজার ছেলেমেয়ে শত শত দিন ধরে রাস্তায় বসে রয়েছে! বিচারের আশায় কিন্ত রাজনীতির খেলায় আটকে আছে তাদের ভবিষ্যৎ, ভারতবর্ষ আজ মেতেছে গণতন্ত্রের উৎসবে।

Advertisement

কিন্তু প্রত্যন্ত অঞ্চলে থাকা কৃষক ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, দরিদ্র পিতার অপমান সহ্য করতে না পেরে হাজার হাজার যুবতী বেছে নিচ্ছে অন্ধকার রাস্তা। আজকের উৎসবের আলো তাদের কাছে পৌঁছচ্ছে না হয়তো কোনোদিন পৌঁছবেও না। তাই উৎসবের এই দিনে দেশনেতাদের কাছে এই আবেদন আলোকিত করা হোক দেশের সব মানুষকে তাহলেই গণতন্ত্র ফিরে পাবে আপন মহিমা গৌরবজ্জ্বল থাকবে ভারতবর্ষের ইতিহাস এবং শত শহীদের রক্তে রাঙানো বহু আকাঙ্খিত গণতন্ত্র।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ