রথযাত্রা নিয়ে আগাম সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য বিজেপি
বিশেষ প্রতিনিধি : রথযাত্রা নিয়ে আগাম সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করল রাজ্য বিজেপি। আজ একথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন, “আমরা সুপ্রিমকোর্টে ক্যাভিয়েট দাখিল করেছি। হাইকোর্টের রায় রাজ্য সরকারের পছন্দ না হলে যদি তারা সুপ্রিমকোর্টে যায় তাহলে কোনও নির্দেশ বা জাজমেন্ট দেওয়ার আগে, আমাদেরও বক্তব্য যাতে শোনা হয় তার জন্য ক্যাভিয়েট ফাইল করে রেখেছি।”
সায়ন্তনবাবু বলেন, “গতকাল বিশ্বনাথ সমাদ্দারের বেঞ্চ রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছে, ১২ তারিখের মধ্যে রাজ্য বিজেপি-র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে যাত্রা নিয়ে পরবর্তী পদক্ষেপ স্থির করতে। তাঁরা আমাদের বক্তব্য শুনবেন। আমরা তাঁদের সঙ্গে কথা বলব। ১৪ তারিখের মধ্যে তাঁরা তাঁদের সিদ্ধান্ত আমাদের জানাবেন। মহামান্য আদালতের নির্দেশ মেনে আমরা রথযাত্রা ১৪ তারিখ অবধি স্থগিত রেখেছি। বাতিল করিনি। যদি তার মধ্যে রাজ্য সরকার আমাদের বিধিবদ্ধ অনুমতি না দেন, তাহলে আমরা জেলায় জেলায় প্রতিবাদ সভা, আইন অমান্য কর্মসূচিতে সামিল হব।”
তিনি আরও বলেন, “ইতিমধ্যেই দলের সব জেলা সভাপতিদের জানিয়ে দেওয়া হয়েছে। জেলার প্রতিটি ডিএম অফিস, এসপি অফিস ওএসডিওঅফিসের সামনে আইন অমান্য কর্মসূচি করা হবে। কর্মসূচিতে লক্ষাধিক মানুষের জনসমাগম হবে। যদি এর মধ্যে রাজ্য সরকারের সৎবুদ্ধির উদয় হয়, তাঁরা যদি আমাদের অনুমতি দেন, তা হলে ১৬ ডিসেম্বর শিলিগুড়ি থেকে রথযাত্রা কর্মসূচির সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কর্মসূচির সূচনা করবেন।”