দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা চিরঞ্জীবীকে পদ্মভূষণে সম্মানিত করলো কেন্দ্র
বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ভারতে লোকসভা নির্বাচনের আগে বিজেপির জায়গা করে নেয়ার জন্য প্রখ্যাত অভিনেতা চিরঞ্জীবীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করল কেন্দ্রীয় সরকার। মনে করা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে এই প্রখ্যাত অভিনেতা কে কাজে লাগিয়ে দক্ষিণ ভারতে সাফল্য দেখতে চাইছে। কয়েকদিন আগে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উপস্থিত ছিলেন এই দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা চিরঞ্জীবী।
মাত্র চার দিনের মধ্যেই তাকে পদ্মভূষণ সম্মান দিল কেন্দ্র সরকার আর এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত চিরঞ্জীবীর ছেলে রামচরণ তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছেন।মোদির (PM Narendra Modi) প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন।
২২ জানুয়ারি সমস্ত ঠান্ডা লড়াই ভুলে অযোধ্যায় রামনামে একাকার হয়েছিল বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রি। রামমন্দির প্রাঙ্গনে যেমন নজর কেড়েছিলেন বলিপাড়ার কাপুর-বচ্চনরা, তেমনই রামজোয়ারে ভাসতে দেখা গিয়েছিল দক্ষিণী সুপারস্টারদেরও। উপস্থিত ছিলেন রজনীকান্ত, ধনুষ। বাবা চিরঞ্জিবীকে নিয়ে এদিন সাতসকালেই অযোধ্যায় পৌঁছন রামচরণও। রামলালার প্রাণপ্রতিষ্ঠায় নিজেদের বাঁধভাঙা উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন দক্ষিণাত্যভূমের সুপারস্টার পিতা-পুত্র। আর তার দিন চারেক বাদেই পদ্মভূষণে ভূষিত হলেন চিরঞ্জিবী। যার জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন ‘আরআরআর’ তারকা রামচরণ।
এক্স হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করে রামচরণ লেখেন, “পদ্মভূষণের মতো অনন্য সম্মানের জন্য অসংখ্য শুভেচ্ছা। সমাজ এবং ভারতীয় সিনেমার প্রতি তোমার যে অনবদ্য অবদান, সেটা আমাকে তৈরি হতে সাহায্যে করেছে। এবং আমার বিশ্বাস, তোমার ভক্তদেরও অসীম অনুপ্রেরণা জুগিয়েছে। আপনি এই মহান দেশের একজন অসাধারণ নাগরিক। এই সম্মান এবং স্বীকৃতির জন্য ভারত সরকার এবং নরেন্দ্র মোদিজির কাছে আমরা কৃতজ্ঞ। আর সমস্ত ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের সমর্থনের জন্য ভালোবাসা রইল। এই তো এখানেই আপনার প্রাপ্য সম্মান মেগাস্টার চিরঞ্জিবী।”