জেলা 

সাড়ম্বরে অনুষ্ঠিত হলো হাতিশালা সরোজিনী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া

শেয়ার করুন

ইসরাফিল বৈদ্য, নিউটাউন :  পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত দঃ ২৪ পরগনা জেলার হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা (উঃ মাঃ)এর বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে কচিকাঁচাদের ক্রীড়া নৈপুণ্য মুগ্ধ করে দর্শকদের। উল্লেখ্য এই মাদ্রাসার নামের ক্ষেত্রে সম্প্রীতির নজির সর্বজনবিদ। শিক্ষার পাঠদানে মাদ্রাসাটি বোর্ডের সুনজরে যেমন আছে, তেমনি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ প্রশংসনীয়। বলাবাহুল্য,মাদ্রাসার বার্ষিক ক্রীড়া -২০২৪ উপলক্ষ্যে ক্রীড়া পুরস্কার বিতরণ করার পাশাপাশি প্রতিটি শ্রেণীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সর্বোচ্চ উপস্থিতি, স্টুডেন্ট অফ দা ইয়ার পুরষ্কার বিতরণ করা হয়,যা অভূতপূর্ব।

নিউটাউন লাগোয়া হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার এই ক্রীড়ানুষ্ঠানকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য তথা উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক একেএম ফারহাদ। তিনি বলেন রাজ্য সরকারের উন্নয়নের ছোঁয়া প্রতিটি ক্ষেত্রের পাশাপাশি এই মাদ্রাসায় তার ছোঁয়া প্রতিফলিত হয়েছে। মাদ্রাসা শিক্ষায় যে সম্প্রীতির বন্ধন আবদ্ধ তা হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা জলন্ত উদাহরণ।ভাঙ্গড়-২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম বলেন পঠন-পাঠনের সাথে সাথে ছেলেমেয়েদের সৃজনশীল ভাবধারা ভালো মানুষ তৈরী করে। এত সুন্দর মুহূর্ত এলাকাবাসী কে উপহার দেওয়ার জন্য মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন আরাবুল ইসলাম।পরিচালন সমিতির সম্পাদক, বিশিষ্ট সমাজকর্মী জুলফিকার মোল্লা বলেন এই মাদ্রাসার পঠন-পাঠনের সাথে সাথে ছেলেমেয়েদের খেলাধুলার অংশগ্রহণ আগামী দিনগুলোতে আর উন্নত হবে, এরজন্য যা করনীয় সেগুলো করা হবে।মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুলা সরদার ছাত্রছাত্রীবৃন্দের এই দিনটিকে সুদুর প্রসারী করার লক্ষ্যে যেভাবে এগিয়ে চলেছে তা দৃষ্টান্তমূলক। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা অগ্ৰগন্য।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি মনিরুল ইসলাম মোল্লা, মহিউদ্দিন গাইন, মনিরুল সাপুই, সামিম উদ্দিন সহ শিক্ষক শিক্ষিকা ও এলাকার বিশিষ্টজনেরা।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ