কলকাতা 

পড়াশুনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের চরিত্র গঠনে বিশেষ ভূমিকা নেয় : আরশাদ জামাল হাশমি

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : পড়াশুনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের চরিত্র গঠনে বিশেষ ভূমিকা নেয়। তাই শুধু পড়াশোনা করলে হবে না খেলাধুলা করাটাও জরুরী। এইজন্যেই রাজ্যের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল এবং মাদ্রাসা গুলিতে প্রতিবছরই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি প্রতিটা বিদ্যালয়ে একজন করে খেলার শিক্ষক থাকেন যিনি ছেলেমেয়েদের নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকেন। গতকাল ২২ শে জানুয়ারি সোমবার সাতঘরা হাই মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথাগুলি বলেন, কলকাতা জেলা সংখ্যালঘু দফতরের আধিকারিক আরশাদ জামাল হাশমি (ডব্লিউবিসিএস)।

তিনি এদিন সাতঘরা হাই মাদ্রাসার পরিদর্শন করেন এবং মাদ্রাসার পরিকাঠামো গুলি দেখে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার সেন্টার কমিটির বৈঠকেও তিনি পৌরহিত্ত করেন। পরে তিনি বলেন, সুষ্ঠু এবং স্বচ্ছ ভাবে পরীক্ষা ব্যবস্থাকে পরিচালনা করতে হবে কোনভাবেই যেন  পরীক্ষার্থীদের অসুবিধার সম্মুখীন না হতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Advertisement

তিনি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের বসার জায়গা গুলো পরিদর্শন করেন। এক ফাঁকে দেখা করে নেন সাতঘরা হাই মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী শেখ তৈয়ব আলী ওরফে st আলীর সঙ্গে। তিনি বলেন এসটি আলীদের মতো মানুষেরা যেভাবে শিক্ষা এবং স্বাস্থ্যের স্বার্থে কাজ করে যাচ্ছেন তা এককথায় অনবদ্য। মহান সৃষ্টিকর্তা এর প্রতিদান তাদেরকে দেবেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক সমিতির সম্পাদক শেখ নুর নবী, পরিচালন সমিতির সভাপতি গোলাপ রহমান মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ ইবাদুল ইসলাম বিশিষ্ট শিক্ষক শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ