আন্তর্জাতিক 

ওপেকের বৈঠকে তেলের দাম নিয়ে ভারতের প্রস্তাব বিবেচনা করার দাবি সৌদি আরবের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ভিয়েনায় আজ তেল উৎপাদক ও রপ্তানিকারী দেশগুলির সংগঠন ওপেকের বৈঠক বসছে। তার আগে সৌদি আরবের শক্তিমন্ত্রী খালিদ আল ফালি জানিয়েছেন, তেলের দাম ঠিক করার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মতামত বিবেচনা করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী, বিশ্ব বাজারে তেলের ক্রমবর্দ্ধমান মূল্য বৃদ্ধির আঁচ থেকে ভারতীয় উপভোক্তাদের রক্ষা করার ওপর জোর দিয়েছেন। তাঁর এই মত, বৈঠকে গুরুত্ব দিয়ে বিবেচিত হবে। গত সপ্তাহে আর্জেন্টিনার বুয়েনস আইরেসে G-20 শিখর সম্মেলনের ফাঁকে ভারত ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষীক বৈঠকের উল্লেখ করে খালিদ আল ফালি জানান, প্রধানমন্ত্রী মোদী, তেলের দাম নিয়ে তাঁর উপভোক্তাকেন্দ্রিক মতামত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পেশ করেছিলেন।
এদিকে, ভিয়েনায় ওপেক বৈঠকের আগে কাতার, ২০১৯-এর জানুয়ারিতে এই সংগঠন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করে  জানিয়েছে, প্রাকৃতিক গ্যাস উত্পাদনের ওপর তারা এখন বেশি জোর দেবে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

one + twelve =