জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

হরিপালের কাশীপুরে প্রকাশিত হলো ‘তারার আলো’র দ্বিবার্ষিক সংখ্যা 

শেয়ার করুন

সংবাদদাতা, বাংলার জনরব : গত ১২ জানুয়ারি ২০২৪ যখন চারিদিকে যুবনেতা স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মোৎসব নিয়ে মাতোয়ারা, তখন হুগলী জেলার হরিপাল থানার অন্তর্গত কাশীপুর গ্রামের কয়েকজন সাহিত্য মোদী মানুষ গ্রামীণ সাহিত্য পত্রিকা ‘তারার আলো’ দ্বিতীয় বার্ষিক সংখ্যার প্রকাশ নিয়ে উদ্বেল। পত্রিকা সম্পাদক তথা বর্ষিয়ান কবি তারাপদ ধলের কাশীপুরের বাসগৃহের সামনে সুসজ্জিত মঞ্চে কথায়, কবিতায়, আলোচনায়, গানে, শ্রুতিনাটকে মুখর হয় পত্রিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বিশিষ্ট সাহিত্যিক তরুণ অধিকারীর সভাপতিত্বে আয়োজিত পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. দেবপ্রসন্ন বিশ্বাস, বিশিষ্ট কথাসাহিত্যিক সেখ আব্দুল মান্নান, লেখক মহম্মদ মহসীন, সাহিত্যিক রেণুপদ ঘোষ,অধ্যাপক মৈনাক কুমার দে, ঔপন্যাসিক জারিফুল হক ও পত্রিকা সম্পাদক তারাপদ ধল।

কথা,গান, কবিতায় অংশ গ্রহণ করেন কবি বন্দনা মালিক, অমিয়া বন্দ্যোপাধ্যায়, বিদ্যুত ভৌমিক, শুভ্রা দে, রাসমণি ব্যানার্জী, মহম্মদ মহসীন, সনাতন কর প্রমুখ।

Advertisement

সূচনা সঙ্গীত সমবেতভাবে পরিবেশন করেন রাজশেখর ধল, রিঙ্কু ধল, টিঙ্কু ধল, সুদীপা ধল ও সুপ্রীতি ধল। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন পার্থ পাল ও অধীর কুমার প্যাটেল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ