কলকাতা 

বিজেপি বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে তিনদিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : পাঁচ রাজ্যের নির্বাচনের ফল বের হওয়ার আগেই মোদী বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী রবিবার তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন।সোমবার রাজধানীতে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে তিনি অংশ নেবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির নেতা এম চন্দ্রবাবু নায়ডুর পৌরহিত্যে আয়োজিত ঐ বৈঠকে মমতা ব্যানার্জীর পাশাপাশি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, এনসিপি নেতা শরদ পাওয়ার, এনসি নেতা ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টি নেতা রাম গোপাল যাদব সহ বিভিন্ন আঞ্চলিক দলের নেতা নেত্রীরা উপস্থিত  থাকতে পারেন বলে জানা গেছে । অন্যদিকে  সংসদের শীতকালীন অধিবেশনের শুরুর দিন তৃণমূল কংগ্রেস নেত্রী সেখানে উপস্থিত থেকে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার সন্ধ্যায় তার কলকাতা ফেরার কথা ।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

seventeen + one =