কলকাতা 

একুশে জুলাইয়ের সভাস্থলে প্রতিষ্ঠা দিবস পালন করতে পারবে না আইএসএফ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : CESC এর সদর দফতর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবেন না ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ, শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চ এর আগে আইএসএফকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিয়েছিল। তা খারিজ করে দেওয়া হয়েছে শুক্রবার।

আদালত জানিয়েছে, রাস্তা আটকে সভা করতে পারবে না আইএসএফ। তারা কোনও ইন্ডোর স্টেডিয়ামে সভা করতে পারবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রাজ্যের সঙ্গে আলোচনা করে নওশাদ সিদ্দিকির দল কর্মসূচির আয়োজন করতে পারবে।

Advertisement

এই জায়গাটিতে একুশে জুলাই এর শহীদ দিবস প্রতিবছর পালন করে থাকে শাসক তৃণমূল কংগ্রেস। গত বছরই প্রথম বিজেপি আদালতের নির্দেশে এখানে সভা করার অনুমতি পায়। আর এই অনুমতির ভিত্তিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের প্রতিষ্ঠা দিবসে সভা করার জন্য আদালতের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ নওশাদ সিদ্দিকীদের সভা করার অনুমতি দিয়েছিল ৯টি শর্তে। আজ শুক্রবার রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আবেদন করে। ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা আটকে সভা করতে পারবে না আই এস এফ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ