কলকাতা 

পরীক্ষায় পাওয়া নম্বরের মধ্যে অসঙ্গতি দূর করতে রাজ্যগুলির বোর্ডের সঙ্গে আলোচনায় বসবে সিবিএসই : সত্যপাল সিং

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন বোর্ডের পরীক্ষায় পাওয়া নম্বরের মধ্যে অসঙ্গতি দূর করার উপায় নিয়ে কেন্দ্র, সিবিএসই-কে রাজ্যগুলির বোর্ডের সঙ্গে আলোচনা করতে বলেছে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্যপাল সিং গতকাল কলকাতায় মার্চেন্টস্ চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের বলেন, সিবিএসই এ ব্যাপারে আলোচনা করছে। ছাত্র-ছাত্রীরা যখন বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হতে যায়, তখন সিবিএসই এবং রাজ্য বোর্ডগুলি থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত নম্বরের শতকরা হিসেবের তুলনায় করা হয়। এই পদ্ধতি থেকে বেরিয়ে আসতেই, সিবিএসই বিভিন্ন রাজ্যের বোর্ডগুলির সঙ্গে আলোচনা করতে বলা হয়েছে।
অন্যদিকে, কলকাতায় ভারতের উচ্চশিক্ষার প্রেক্ষাপট শীর্ষক এক আলোচনা সভায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষাকে সব সময় গুরুত্ব দেওয়া জরুরী। পাশাপাশি শিক্ষকদেরও মান বৃদ্ধি করতে হবে। এজন্য প্রশিক্ষণের কর্মসূচী গ্রহণের ওপর মন্ত্রী জোর দেন। তিনি বলেন, দেশের সামাজিক অবস্থার উপরে উচ্চশিক্ষার মান নির্ভর করে। তাই শিক্ষার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen − two =