কলকাতা 

একুশে ডিসেম্বর প্রবীণ সাংবাদিকদের পেনসনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর একটি জনমুখী কর্মসূচি চালু করতে চলেছে ।  আগামী একুশে ডিসেম্বর থেকে রাজ্যের প্রবীন সাংবাদিকদের মাসিক পেনশন দেওয়ার কাজ শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঐ দিন নবান্নে এক অনুষ্ঠানে এইরকম একত্রিশ জন সাংবাদিকের হাতে পেনশন সংক্রান্ত কাগজপত্র তুলে দেবেন। পরে পেনশনের টাকা সরাসরি তার ব্যাঙ্ক আকাউন্টে জমা পড়বে। পাঁচ দিনের জেলা সফর শেষ করে মুখ্যমন্ত্রী আজ নবান্নে এসে এই সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত গত বছর বিধানসভায় বাজেট অধিবেশনে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি এই প্রকল্পের কথা ঘোষনা করে চলতি অর্থ বছরের শুরুতে গত পয়লা এপ্রিল থেকে এই প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু কিছু জটিলতায় তা চালু করা যায়নি বলে নবান্নে অর্থ দপ্তর সূত্রের খবর। উল্লেখ্য ষাট বছর বা তার বেশি বয়সী সরকারি স্বীকৃতপ্রাপ্ত বা স্বীকৃতপ্রাপ্ত নয় এমন সাংবাদিকদের এই প্রকল্পের আওতায় এনে তাদের মাসে আড়াই হাজার টাকা করে পেনশন দেওয়ার কথা সরকারের তরফে আগেই ঘোষনা করা হয়েছিল।

Advertisement

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eight + two =