কলকাতা 

শনিবার অমিত শাহ-র কলকাতায় আসা অনিশ্চিত ?

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : শুক্রবার দুপুর ১টায় বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্যে রথযাত্রা বন্ধ নিয়ে নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন । এরপরেই তিনি  জানান, আগামী কাল শনিবার তিনি কলকাতায় আসছেন। তবে  আজ সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে জানা গেছে , তিনি এখনই কলকাতায় আসছেন না।  আসলে বিজেপি সভাপতির প্রত্যাশা ছিল শুক্রবার ডিভিসন বেঞ্চেই রথযাত্রার অনুমতি মিলতে পারে । তাই তিনি কালই কলকাতায় আসবেন বলে জানিয়ে দেন। কিন্ত শুক্রবার কলকাতা হাইকোর্ট এই মামলার কোনো রায় দেননি । তবে সিঙ্গল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছেন । এই রায় দেখেই কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেন যে ,শনিবার কলকাতায় আসবেন না অমিত শাহ ।

অন্যদিকে আজ দুপুরে সাংবাদিকদের সামনে অমিত শাহ  দাবি করেন, “বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছুই নেই। তবে যতই বল প্রয়োগ করুক না কেন, পশ্চিমবঙ্গে তিনটি রথযাত্রা হবেই৷ আইনি লড়াই থেকে সরে আসবে না বিজেপি৷ প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব”৷

Advertisement

উল্লেখ্য, এ দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রথযাত্রা মামলার শুনানিতে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার নির্দেশ দেন, আগামী বুধবারের মধ্যে বিজেপির তিন নেতার সঙ্গে বৈঠকে বসতে হবে রাজ্যকে। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব। শুক্রবারের মধ্যে বিষয়টি পরিষ্কার করতে হবে। জানা গেছে , অমিত শাহ ঘনিষ্ট মহলে বলেছেন , কেন্দ্রের শাসক দলের প্রধান হিসেবে আদালতকে মান্যতা দেওয়া প্রধান দায়িত্ব । সেজন্যই তিনি আদালতের ছাড়পত্র পাওয়ার পরেই রাজ্যের রথযাত্রা কিংবা সভায় যোগ দেবেন ।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 × 2 =