জেলা 

রবিবার সকালে ব্যারাকপুরে এক ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীর, গ্রেফতার এক, নেপথ্যে রহস্য?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে বাজারের কাছে প্রকাশ্য দিবালোকে রবিবার সকালে এক ব্যবসায়ীকে ভোজালি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আর একে কেন্দ্র করে ব্যারাকপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনার পরে পরেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

ব্যারাকপুরের আসবাবপত্র ব্যবসায়ী গৌরব রায়কে বেশ কিছুদিন ধরে এলাকারই এক দুষ্কৃতি সোনু সাউ বিরক্ত করছিল বলে অভিযোগ। ওই ব্যবসায়ী গৌরব রায় এর কাছ থেকে আকারে ইঙ্গিতে টাকা দাবি করছিল বলেও অভিযোগ। টাকা দিতে রাজি না হয় রবিবার সকালে তার উপরে হামলা হয় বলে গৌরব রায় অভিযোগ করেছেন।

Advertisement

হাসপাতালের বিছানায় বসে আক্রান্ত ব্যবসায়ী বলেন, ‘‘নতুন বাজারের সোনু সাউ তিন দিন ধরে আমাকে বিরক্ত করছে। টাকা চেয়ে কাজ বন্ধ করে দিচ্ছে। আমাকে খুন করে ফেলার হুমকি দিচ্ছে। তাই আমি ওঁর ফোন ধরতাম না। আজ সকালে আমি কাজের জায়গায় যাই। তখনই আমাকে মারল। এ ভাবে আর কাজ করা যাচ্ছে না। আমরা খুবই সমস্যায় আছি। যা আয় করি, তার চেয়ে বেশি তোলা দিতে চলে যাচ্ছে। সব ব্যবসায়ীর একই অবস্থা।’’

গৌরবের আত্মীয় রাজকুমার যাদব বলেন, ‘‘আমরা নতুন বাজার এলাকার প্রাচীন বাসিন্দা। কিন্তু কোনও দিন এ রকম তোলাবাজি দেখিনি। এ সব কাণ্ড যাঁরা করে তাঁদের হাত রাজনীতির সঙ্গেও যুক্ত। না হলে, এত সাহস পায় কী করে! আমার তো মনে হয়, প্রশাসন যদি এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে তাহলে রাতারাতি সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশকে শক্ত হতে হবে না হলে, কেউ ব্যবসা করতে পারবে না।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ