দেশ 

পাঁচ রাজ্যের মধ্যে তিনটি বড় রাজ্য দখলের পথে কি কংগ্রেস ?

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ । এবার এল বুথ ফেরত সমীক্ষা । ভোটের ফল ঘোষণা আগে এই বুথ ফেরত সমীক্ষা খানিকটা আভাষ দিচ্ছে মানুষের রায় কোন দিকে যেতে পারে । এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য সমীক্ষা করেছে এমন সংস্থাটি হল এবিপি-নিউজ এবং আজতক এবং ইন্ডিয়া টুডে । এদের জনমত সমীক্ষা অনেকটাই মিলে যায়। এদের সমীক্ষায় দেখা যাচ্ছে, রাজস্থান দখল করতে চলেছে কংগ্রেস। মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ের জয়ের পথেও কংগ্রেস বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি তেলঙ্গানায় আবার টিআরএসই জিতবে বলে জানানো হয়েছে।

রাজস্থান : এখানে কংগ্রেস যে সরকার গড়তে চলেছে তা অনেক আগে থেকেই স্পষ্ট হয়েছে । জনমত সমীক্ষাতে সেই ইঙ্গিত পাওয়া গেছে । তবে মধ্যপ্রদেশের হারতে চলেছে বিজেপি , ছত্তিশগড়ে মায়াবতী ও অজিত যোগী ফ্যাক্টর হতে চলেছে । তবে এটা স্পষ্ট ছত্তিশগড়ে মানুষও এবার বিজেপির বিরুদ্ধেই মত প্রকাশ করেছে বলে সমীক্ষায় উঠে এসেছে

Advertisement

রাজস্থান : সিভোটার-রিপাবলিক টিভি: বিজেপি-৫২-৬৮ কংগ্রেস-১২৯-১৪৫ বিএসপি-০ অন্যান্য-৫-১১

সিএনএক্স-টাইম্‌স নাউ: বিজেপি-৮৫ কংগ্রেস-১০৫ বিএসপি-০ অন্যান্য ৯

ইন্ডিয়া টিভি: বিজেপি-৮৯-৯০ কংগ্রেস-১০০-১১০ বিএসপি-১-৩ অন্যান্য-৬-৮

সিএসডিএস-এবিপি: বিজেপি-৮৩ কংগ্রেস-১০১ বিএসপি-০ অন্যান্য-১৫

ইন্ডিয়া টুডে: বিজেপি-৫৫-৭২ কংগ্রেস-১১৯-১৪১ বিএসপি-০ অন্যান্য-৪-১১

রিপাবলিক জন কী বাত: বিজেপি-৮৩-১০৩ কংগ্রেস-৮১-১০১ বিএসপি-০ অন্যান্য-১৫

মধ্যপ্রদেশ : মধ্যপ্রদেশের মানুষ এবার বিজেপির বিরুদ্ধে মত প্রকাশ করেছে বলে জনমত সমীক্ষায় উঠে এসেছে ।

সিভোটার-রিপাবলিক টিভি: বিজেপি-৯০-১০৬ কংগ্রেস-১১০-১২৬ বিএসপি-০ অন্যান্য-৬-২২

সিএনএক্স-টাইম্‌স নাউ: বিজেপি-১২৬ কংগ্রেস-৮৯ বিএসপি-৬ অন্যান্য-৯

ইন্ডিয়া টিভি: বিজেপি-১২২-১৩০ কংগ্রেস-৮৬-

ছত্তীসগঢ় :

এ রাজ্যেটা নিয়েও জনমত সমীক্ষা দু’ভাগ। চারটে সংস্থা বিজেপির দিকেই পাল্লা ভারী বলছে। দুটো সমীক্ষা জানাচ্ছে এ বার এ রাজ্যে ক্ষমতা দখল করবে কংগ্রেস। দেখে নিন সমীক্ষার ফলাফল।

সিভোটার-রিপাবলিক টিভি: বিজেপি-৩৫-৪৩ কংগ্রেস-৪০-৫০ বিএসপি-৩-৭ অন্যান্য

সিএনএক্স-টাইম্‌স নাউ: বিজেপি-৪৬ কংগ্রেস-৩৫ বিএসপি-৭ অন্যান্য-২

ইন্ডিয়া টিভি: বিজেপি-৪২-৫০ কংগ্রেস-৩২-৩৮ বিএসপি-৬-৮ অন্যান্য ১-৩

সিএসডিএস-এবিপি: বিজেপি-৫২ কংগ্রেস-৪৫ বিএসপি-০ অন্যান্য-৩

ইন্ডিয়া টুডে: বিজেপি-২১-৩১ কংগ্রেস-৫৫-৬৫ বিএসপি-৪-৮ অন্যান্য-০

রিপাবলিক জন কী বাত: বিজেপি-৪০-৪৮ কংগ্রেস-৩৭-৪৩ বিএসপি-৫-৬ অন্যান্য-০-১

তেলঙ্গানা :

কে চন্দ্রশেখর রাও-এর ম্যাজিক বহাল থাকবে বলেই জানিয়ে দিচ্ছে বুথ ফেরত সমীক্ষাগুলি। তবে অন্যবারের থেকে এ বার তাদের আসন কিছু কমবে। কংগ্রেস-টিডিপি জোটই সেই আসন ক্ষয়ের ফায়দা তুলবে বলে মনে করা হচ্ছে। বিশেষ সুবিধা বিজেপি করতে পারবে না বলেই মনে করা হচ্ছে।

সিভোটাররিপাবলিক টিভিবিজেপি কংগ্রেস+-৪৭৫৯ টিআরএস৪৮৬০ অন্যান্য১৩

সিএনএক্সটাইম্ নাউবিজেপি কংগ্রেস+-৩৭ টিআরএস৬৬ অন্যান্য

ইন্ডিয়া টিভি: বিজেপি-৬-৮ কংগ্রেস+-৩২-৪১ টিআরএস-৬২-৭০ অন্যান্য-৬-৮

সিএসডিএস-এবিপি: বিজেপি– কংগ্রেস+- টিআরএস– অন্যান্য

ইন্ডিয়া টুডে: বিজেপি-১-৩ কংগ্রেস+-২১-৩৩ টিআরএস-৭৯-৯১ অন্যান্য-৪-৭

রিপাবলিক জন কী বাত: বিজেপি-৪-৭ কংগ্রেস+– ৩৮-৫২ টিআরএস– ৫২-৬৫ অন্যান্য-৮-১৪

মিজোরাম

সিভোটার-রিপাবলিক টিভি: বিজেপি-০ কংগ্রেস-১৪-১৮ এমএনএফ-১৬-২০ অন্যান্য-০-৩

সিএনএক্স-টাইম্‌স নাউ: বিজেপি-০ কংগ্রেস-১৬ এমএনএফ-১৮ অন্যান্য-৬

 


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 − fifteen =