কলকাতা 

‘‘যাঁরা রাজধর্ম পালন করেন সংবিধানকে মান্যতা দিয়ে তাঁদের উচিত রাজধর্ম পালন করা। যাঁরা ধর্মশাস্ত্র পালন করেন তাঁদের ধর্মশাস্ত্র পালন করাই উচিত” : পুরীর শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী ২২শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিনে উপস্থিত থাকবেন না পুরীর শংকরাচার্য  স্বামী নিশ্চলানন্দ। তিনি আজ শনিবার গঙ্গাসাগর মেলায় যোগ দেওয়ার জন্য কলকাতায় এসেছেন। কলকাতা থেকে গঙ্গাসাগর মেলা যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন রাম মন্দির উদ্বোধনে তিনি যাচ্ছেন না।

পুরীর শংকরাচার্য ক্ষোভের সঙ্গে বলেন দেশের সংবিধান কে মান্যতা দিয়ে রাজনীতিবিদদের উচিত রাজ ধর্ম যথাযথভাবে পালন করা। আর যারা ধর্ম শাস্ত্র পালন করেন তাদের ধর্ম শাস্ত্র পালন করায় উচিত বলে তিনি মনে করেন।

Advertisement

কয়েকদিন আগেও পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ প্রকাশ্যেই বলেছিলেন যে রাম মন্দিরের নাম করে যেটা হবে সেটা হচ্ছে মোদির প্রচার ধর্ম নয় রাজনীতি যেখানে মূল লক্ষ্য সেখানে আমি যাব না। এইভাবে না বললেও আজ শনিবার কলকাতা থেকে গঙ্গাসাগর যাওয়ার পথে সাংবাদিকদের তিনি স্পষ্ট করে বলেছেন, ‘‘যাঁরা রাজধর্ম পালন করেন সংবিধানকে মান্যতা দিয়ে তাঁদের উচিত রাজধর্ম পালন করা। যাঁরা ধর্মশাস্ত্র পালন করেন তাঁদের ধর্মশাস্ত্র পালন করাই উচিত। রাজধর্মের মানুষ কখনও ধর্মশাস্ত্রের আচার-আচরণ পালন করতে গেলে কিছুটা হলেও অসুবিধা হয়। ধর্মকর্ম করা মানুষের ধর্মকর্মই পালন করা উচিত।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ