দেশ 

‘মন্দির পুরোপুরি তৈরি না করেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা শাস্ত্রবিরুদ্ধ’ অভিযোগ চার শংকরাচার্যের, রাম মন্দির নয়, হবে মোদির প্রচার অভিযোগ সনাতন ধর্মের চার প্রধান ধর্মগুরুর

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একইসঙ্গে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহ দেশের অসংখ্য সাধুসন্ত। কিন্তু এই মহান পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না আমাদের দেশের হিন্দু ধর্মের প্রধান চার শংকরাচার্য। এই চার শংকরাচার্য মনে করছেন রাম মন্দির সম্পূর্ণভাবে তৈরি না করে অর্ধ মন্দিরের উদ্বোধন করাটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধ নয় বলে। শুধুমাত্র ভোটের জন্য নরেন্দ্র মোদী মন্দিরের কাজ সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন যেটা ধর্ম বিরোধী বলে মনে করছেন ওই চার শঙ্করাচার্য।

হিন্দুত্ববাদী এক পোর্টালের দাবি, যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই রাম মন্দিরের উদ্বোধন করবেন, সেটাই এক্ষেত্রে একটা ফ্যাক্টর। সনাতন হিন্দুধর্মের শীর্ষ ধর্মগুরুরা মনে করছেন, মোদিই থাকবে অনুষ্ঠানের একেবারে প্রথম সারিতে। এর ফলে সনাতন শাস্ত্রের দিকটি অবহেলিত হবে।

Advertisement

উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী জানিয়েছেন, চার শংকরাচার্য সেদিন থাকবেন না কেননা সনাতন ধর্মের নিয়ম লঙ্ঘিত হচ্ছে এই অনুষ্ঠানে। তবে সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ”আমাদের কারও বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই।” পাশাপাশি তাঁর দাবি, খুব তাড়াহুড়ো করে এই মন্দির উদ্বোধন হচ্ছে। তিনি বলেন, মন্দির পুরোপুরি তৈরি না করেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা শাস্ত্রবিরুদ্ধ। এদিকে পুরীপীঠের শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতীর দাবি, মোদি সরকারের এই প্রচেষ্টা আসলে কোনও পবিত্র মন্দির নয়, এক সমাধিকে ঘিরে।

প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি ঐতিহাসিক রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। উপস্থিত থাকবেন নেতা-মন্ত্রী থেকে বিনোদন দুনিয়া এবং খেলার জগতের রথী-মহারথীরা। সেদিন ভক্তদের অযোধ্যায় ভিড় না করারই অনুরোধ জানিয়েছে ট্রাস্ট।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ