কলকাতা 

তৃণমূল কংগ্রেসের বিভেদমূলক রাজনীতির জন্যই রাজ্যে বিজেপি-আরএসএস সক্রিয় হয়েছে দাবি মুহাম্মদ সেলিমের

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : তৃণমূল কংগ্রেসের বিভেদমূলক রাজনীতি এবং মুখ্যমন্ত্রীর কয়েকটি উস্কানিমূলক মন্তব্যের জন্য এ’রাজ্যে বিজেপি-আরএসএস সক্রিয় হয়েছে ব’লে সিপিএম  পুনরায় দাবী করেছে। দলের পলিটব্যুরোর সদস্য ও সাংসদ মহম্মদ সেলিম কলকাতায় এক সাংবাদিক বৈঠকে এই দাবী করে বলেন, বামফ্রন্টের আমলে এ’রাজ্যে গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলেও এখন অনেকাংশেই তা হ্রাস পাচ্ছে।
মুখ্যমন্ত্রী মুখে বিজেপি-র  বিরোধিতা করলেও দেশ জুড়ে যখন বিজেপি বিরোধী আন্দোলন চলছে, তখন ঐ দলের ভূমিকা কি সে ব্যাপারে’ও তিনি প্রশ্ন তোলেন। বিজেপি রথযাত্রার কর্মসূচীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যে পবিত্র যাত্রার ডাক দিয়েছে তার কঠোর সমালোচনা করে তিনি একে প্রতিযোগিতামূলক যাত্রা আখ্যা দেন। রথযাত্রার কর্মসূচী নিয়ে প্রশাসন এখনও অনুমতি না দেওয়াকে তিনি গোপন আঁতাত বলে উল্লেখ করেন।
রাজ্যে গণতন্ত্র ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবীতে  সিপিএম –সহ ১৭’টি বামদল আজ কলকাতার মহাজাতি সদন থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করে।

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

17 + 5 =