অন্যান্য 

Madhyamik Examination 2024 : মাধ্যমিক – ২০২৪ এর সেরা প্রস্তুতি : বিষয়: ইংরেজি▪️ প্রস্তুত করেছেন : জ্যোতির্ময় চক্রবর্তী

শেয়ার করুন

*মাধ্যমিক – ২০২৪ এর সেরা প্রস্তুতি ▪️ বাংলার জনরব*

————————-

বিষয়: ইংরেজি


প্রস্তুত করেছেন : জ্যোতির্ময় চক্রবর্তী

—————————————-

Advertisement

আগামী বছর মাধ্যমিক -২০২৪ এ ইংরেজি বিষয়ে চূড়ান্ত প্রস্তুতির জন্য কিছু বিশেষ সহায়ক topic: Seen(Textual chapter) part এ প্রতিটি prose piece এবং poem piece খুব ভালো করে বাংলায় অর্থ টি সহজ, সরল ভাবে পড়ে রাখতে হবে। এই মুহূর্তে Textual exercises এর প্রতিটি grammar section ভালো করে practice করে রাখতে হবে। প্রতিটি exercises এর Writing skill খুব ভালো করে বার বার practice করতে হবে। একটু সময় করে Text book এর একদম পিছনে Comprehension আছে। এগুলো একবার practice করে রাখতে হবে। Test paper যাদের practice করে রাখা আছে, তাদের এই চূড়ান্ত প্রস্তুতির সুবিধার্থে এই দিকটা একবার দেখে রাখবে। যে সমস্ত ছাত্র -ছাত্রীরা practice করার তেমন সময় -সুযোগ করে উঠতে পারো নি, তাদের অবশ্য ই Textual exercises এর সব section ভালো করে দেখে নেবে। এর মধ্যে ও বিশেষ করে গুরুত্ব দিয়ে দেখে রাখবে:

—————————————-

Prose: The passing away of Bapu, Father’s Help, The Cat

—————————————-

Poem: Sea Fever, My Own True Family

—————————————-

Writing skill: Notice, Processing, Report, Letter.

—————————————-

Notice writing এর Draft খুব ভালো করে দেখে রাখতে হবে। Ragging, Tree plantation programme, school festival, excursion, donation for welfare এর ওপর practice করে রাখতে হবে।

—————————————-

Processing paragraph এর Rules খুব ভালো করে দেখে রাখতে হবে।

—————————————-

Story Writing এ সব সময় Title ঠিক করে লেখা কারণ ২ নম্বর আছে। Story এর Body টায় সব সময় past tense ব্যবহার করতে হবে।

Dialogue লিখতে পারলে সব ঠিকঠাক থাকলে Full marks পাওয়া যায়। না হলে points follow করে ঘটনা দেখে past tense এ লিখতে হবে।

—————————————-

Editorial letter এর draft ভালো করে দেখে রাখবে।

অন্য official letter or formal letter এর draft ভালো করে দেখে রাখবে।

Informal letter এ brother or sister কে library visit করা ও study করার উপদেশ দিয়ে letter লেখা, মানে এই ধরনের একটু practice করে রাখতে পারলে ভালো হয়।

—————————————-

Newspaper Report writing এর Rules ভালো করে জেনে রাখতে হবে।

Points follow করে past tense ব্যবহার করতে হবে।

* Landing on the Moon – Chandrayan 3

* Train accident

*Landslide (ধ্বস নামা)

আর পারলে কয়েকটি social festival এর ওপর করে রাখলে ভালো হয়।

—————————————-

এমনি আলাদা করে paragraph: morning walk or exercise in early morning/ Book or newspaper reading/ value of time/ your best person etc. করে রাখা যেতে পারে।

—————————————-

সবশেষে যে কথাটা বলা প্রয়োজন সেটা হল: প্রত্যেক ছাত্র – ছাত্রীকে ভালো করে practice করতে হবে কারণ এই English বিষয়টিতে শুধু মাত্র ২০ নম্বর textbook আর বাকি ৭০ নম্বর সম্পূর্ণ তোমাদের জানার ও শেখার পরিধির ওপর নির্ভর করছে।

আমার বিশ্বাস যে তোমরা সেই মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছো। সকলের সাফল্য কামনা করি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ