কলকাতা 

নাগরিকরা যাতে নিজেরাই নিজেদের সম্পত্তি মূল্যায়ন করে তাদের কর নির্ধারণ করতে পারে সেজন্য বিশেষ উদ্য্যোগ নিচ্ছে কলকাতা পুরসভা জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  শহরের বাণিজ্যিক কর সরলীকরনের লক্ষ্যে কলকাতা পুরসভা দেশের অন্যান্য মেট্রো শহরগুলির কর কাঠামো যাচাই করবে। পুরভবনে আজ কর নিয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র ফিরহাদ হাকিমের সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, শহরবাসী যাতে নিজেরাই নিজেদের সম্পত্তি মূল্যায়ন করে তাদের কর নির্ধারণ করতে পারেন তার জন্য ইউনিট এরিয়া এসেসমেন্ট এর কর কাঠামো আরো সরল করার জন্য মেয়র তাকে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি বাণিজ্যিক কর নিয়ে ব্যবসায়ীদের কিছু বক্তব্যের প্রেক্ষিতে বাণিজ্যিক কর সরলীকরনের লক্ষ্যে দেশের অন্যান্য মেট্রো শহরগুলির বাণিজ্যিক কর কাঠামো যাচাই করারও নির্দেশ দিয়েছেন তিনি।

শহরের যে সকল আবাসনের বাসিন্দারা এখনো মিউটেশন করেননি ও পুরকর দেন না, তাদের থেকে দ্রুত কর আদায়ের জন্য বোরোভিত্তিক, প্রয়োজনে আবাসনভিত্তিক শিবির করারও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অতীনবাবু জানান। উল্লেখ্য, গতকাল ডেপুটি মেয়র সাংবাদিকদের বলেন ৪৭০০ কোটি টাকা পুরকর বকেয়া রয়েছে। দ্রুত বকেয়া কর আদায়ের লক্ষ্যে সম্পত্তি মূল্যায়ন ও কর সংগ্রহ ব্যবস্থার সরলীকরণ করা হবে,মিউটেশন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

Advertisement

এদিকে, দক্ষিণ কলকাতার ১০৭ ও ১০৮ নম্বর ওয়ার্ডে সম্প্রতি ডায়রিয়ার সংক্রমণের প্রেক্ষিতে কলকাতা পুরসভা ওই এলাকাগুলি থেকে জলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেছে। কিন্তু জলে ক্ষতিকারক কিছু মেলেনি বলে অতীনবাবু জানান। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এলাকায় শিবির করা হয়েছে। পুরস্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ক‘জন ডায়রিয়ায় আক্রান্ত আছেন তার সমীক্ষা করেছেন। ঐ এলাকাগুলিতে বর্তমানে ডায়রিয়ায় আক্রান্তের কোনো খবর নেই বলে অতীনবাবু জানান।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

fifteen + 13 =