জেলা 

মাদ্রাসা বোর্ড পরিচালিত পরীক্ষার সুষ্ঠু পরিচালনায় গুরুত্বপূর্ণ বৈঠক বারাসতে

শেয়ার করুন

ইসরাফিল বৈদ্য, বারাসাত : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় অধিনস্ত সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরিচালিত আসন্ন হাই মাদ্রাসা,আলিম, ফাজিল পরীক্ষা-২০২৪, বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় উঃ ২৪ পরগনা জেলার বারাসাত প্রশাসনিক ভবনে।

প্রতি বছরের ন্যায় এবারও মাদ্রাসা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সমস্ত সেক্টর এবং জেলার মাদ্রাসাগুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বৈঠক করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডাঃ আবু তাহের কামরুদ্দিন।পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পরীক্ষা সম্পর্কিত ব্যবস্থায় জড়িত প্রতিটি বিভাগকে জানানো হয়েছে পরীক্ষার দিনগুলোতে সবরকমের বন্দোবস্ত করার।কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে এবং সে যদি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে থেকে পরীক্ষা দিতে চায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহন করা। মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য একেএম ফারহাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন -ছাত্রছাত্রীদের সুবিধার্থে শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য।তাই এবারও তার ব্যতিক্রম হবে না বলে তিনি জানান।রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন শিক্ষার সার্বিক মান্নানোয়নে রাজ্য সরকার যেভাবে কর্মসূচি পালন করে চলেছে তা প্রশংসনীয়। এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতি বছরের ন্যায় এবারও সকলের সহযোগিতা কামনা করেন বোর্ড সদস্য ফারহাদ।

Advertisement

বলাবাহুল্য এবছর মাদ্রাসা বোর্ড পরিচালিত হাই মাদ্রাসা,আলিম, ফাজিল শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি এবং শেষ হচ্ছে ১৭ ই ফেব্রুয়ারি।

বারাসাতে পরীক্ষা সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) শ্রীমতি দিব্যা লোগানাথন, জেলা সংখ্যালঘু আধিকারিক শ্রীমতি পূর্ণিমা দে, মাদ্রাসা শিক্ষা পর্ষদের উপসচিব ডঃ আজিজার রহমান, উত্তর ২৪ পরগনা জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) কৌশিক রায়, উত্তর ২৪ পরগনা জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) মাদ্রাসা ইন ইনচার্জ শ্রীমতি মৌসুমী সরকার , উত্তর ২৪ পরগনা বারাসাত পুলিশ ডিস্টিকের ডেপুটি সুপারিনটেনডেন্ট শ্রী মানস কুমার মাইতি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ সহ ডিস্ট্রিক্ট অ্যাডভাইজারি কমিটির সদস্য তথা বোর্ড সদস্য মোজাফফর হোসেন, নূরুল হক, সওকাত হোসেন পিয়াদা, আসরাফ আলি,আসাদ আলী, প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ