জেলা 

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা সার্বিক উন্নয়নে ভারত সেরা,বহরমপুরে মাদ্রাসা ক্রীড়া অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ

শেয়ার করুন

ইসরাফিল বৈদ্য, বহরমপুর, মুর্শিদাবাদ : শিক্ষার অন্যতম উপাদান হিসাবে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কথায় বলে সুস্থ দেহে,সুস্থ মন তৈরি হয়।আর মনকে ঠিক রাখতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মাঠমুখি করতে হবে।সেই লক্ষ্যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের আর বেশী মাঠমুখি হওয়ার বার্তা রাখে পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য, রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটির জয়েন্ট কনভেনার তথা উঃ ২৪ পরগনা জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির চিফ প্যাট্রন একেএম ফারহাদ। উল্লেখ্য সোমবার অনুষ্ঠিত হলো ১৪ তম মুর্শিদাবাদ জেলা মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা।

শীতের কুয়াশামাখা স্নিগ্ধতায় পাঁচ শতাধিক ক্রীড়াবীদদের উপস্থিতিতে মশাল দৌড়ের মধ্যে দিয়ে শুভারম্ভ হয় ১৪ তম মাদ্রাসা ক্রীড়া।সমবেত খেলোয়াড়দের শপথবাক্য পাঠের মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে খেলা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে মাদ্রাসা শিক্ষা পর্ষদের সিনিয়র সদস্য একেএম ফারহাদ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উন্নয়নের পাশাপাশি সংখ্যালঘু ছাত্র-ছাত্রী ছাড়া সমাজের সর্বস্তরের জন্য তাঁর গঠনমূলক কাজ বাংলাকে দেশসেরা করে তুলেছে। খেলার মাঠে নবপ্রজন্মের ছেলেমেয়েদের আর বেশী মাঠমুখি হওয়ার আহ্বান রেখে বলেন মোবাইলের আসক্তি কমিয়ে শরীর কে ঠিক রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাকে প্রাধান্য দিতে হবে। বিগত সরকারের আমলে রাজ্যের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল কিন্তু বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সরকার মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ঢেলে সাজাতে বদ্ধপরিকর।

Advertisement

চক্রান্তকারীদের কোন স্থান শান্তিপ্রিয় বাংলায় নেই বলে তিনি জানান। মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে রাজ্যস্তরের ক্রীড়া চলতি মাসের ১৫ -১৭ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে মালদা ও মুর্শিদাবাদ জেলায়। তারজন্য রাজ্যের প্রতিটি জেলায় সাফল্যের সাথে অনুষ্ঠিত হচ্ছে জেলা ক্রীড়া। হিংসা ,বিদ্বেষ পিছনে রাজ্য সরকারের সদর্থক দৃষ্টিভঙ্গি বাংলার জনমানসে বহুলাংশে প্রশংসিত। ফারহাদ সাহেব আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসাবে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি,রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিমরা যেভাবে সংখ্যালঘু উন্নয়ন সহ সর্বস্তরের মানুষের পাশে থেকে কাজ করে চলেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

মুর্শিদাবাদ জেলার মহাকুমা পর্যায়ের খেলা পরবর্তী জেলা লেভেলের খেলা সোমবার বহরমপুর স্টেডিয়ামে অসাধারণ উপস্থাপনায় খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন আখরুজ্জামান,মন্ত্রী, বিদ্যুৎ দপ্তর, চিফ প্রেট্রন- মুর্শিদাবাদ জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটি,শ্রী চিরন্তন প্রামানিক, এ ডি এম, ডেভেলপমেন্ট, মুর্শিদাবাদ জেলা,রেনুকা খাতুন, ডোমা, মুর্শিদাবাদ,ইমানি বিশ্বাস, বিধায়ক, সুতী বিধানসভা,শ্রী অমর কুমার শীল, ডি. আই. সেকেন্ডারী,রুবিয়া খাতুন, জেলা পরিষদ সভাধিপতি,চাঁদ মহম্মদ,ডাইরেক্টর, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন,শ্রী চন্দন কুমার দাস, এ আই(মাইনরিটি),সেলিম মহম্মদ সালেহ, এ আই(সেকেন্ডারি), কাজল কুমার ভৌমিক, এ আই(সেকেন্ডারি), মুর্শিদাবাদ জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হাজী আনসার আলী, রাফিনা ইয়াসমিন,দেবোতোষ বিশ্বাস,মনিরুদ্দিন খান,মামুন আল বিরুনি,আইনুল বারি, গোলাম কিবরিয়া, মোস্তাফিজুর রহমান,আমিরুল ইসলাম, রাকিব, প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ