জেলা 

স্টুডেন্ট উইক উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের হাতে পাঠ্য সামগ্ৰী তুলে দিল শাসনের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, শাসন :  ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানে বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অনন্য পদক্ষেপ শিক্ষার্থী সপ্তাহ উদযাপন হচ্ছে রাজ্য জুড়ে।সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মীদের শিক্ষার্থী সপ্তাহ উৎযাপনে দলের শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছে।সেই উদ্দেশ্যকে সাফল্য করার লক্ষ্যে রবিবার, উঃ ২৪ পরগনা জেলার বারাসাত ২ নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ শাসনের খড়িবাড়ি বাজারে পাঠ্য সামগ্ৰী বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচিতে বারাসাত ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী শম্ভুনাথ ঘোষ বিরোধীদের আক্রমনের শুরু বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কোনভাবেই সফল হবে না।মা মাটি মানুষের দলকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় ভীতি দেখিয়ে থামিয়ে রাখতে পারবে না।পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি তথা উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন ব্রিগেডে বামফ্রন্টের ফ্লপ শোতে শুধু মিথ্যার বন্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কোন চক্রান্তকারীর চক্রান্ত সফল হবে না।

Advertisement

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা আজ দেশ ছাড়িয়ে বিশ্বের দরবারে সমাদৃত। তাঁর মস্তিষ্কপ্রসুত পরিকল্পনা দুয়ারে সরকার,কন্যাশ্রী,রুপশ্রী,সবুজসাথী, স্টুডেন্ট ক্রেডিড কার্ড এখন বাংলার মানুষের ঘরে ঘরে। বারাসাত -২ নং ব্লকের ছাত্র ভাইদের এই অনুষ্ঠান সাধুবাদ যোগ্য। শাসনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব সভাপতি সমীক রায় অধিকারি,পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ-সভাপতি মেহেদী হাসান, জেলা পরিষদের সদস্য মমতা সরকার, সাবিনা খাতুন, যুবনেতা তথা দাদপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান মনিরুল ইসলাম মনি,অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মান্নান আলী, সাহাবুদ্দিন আলি,ছাত্রনেতা অভীক মজুমদার,জিয়াউল ইসলাম,মনিরুজ্জামান ,মাফুজার,বাবাই প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ