আল আরাফ ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন
বিশেষ প্রতিনিধি : হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার অন্তর্গত দক্ষিণ সন্তোষপুর ইসলামিক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন হলো “আল আরাফ ইন্টারন্যাশনাল স্কুল”উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, সংখ্যালঘু বৃত্তিমূলক উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবির এস গাফার, অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক মুহাম্মদ রাকিব হক, পীরজাদা মোয়ারেখিন সিদ্দিকী, জিএম ফরিদ হাসান,বনি আমিন মিদ্যা, শেখ সাবির আলি খলত পুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের শিক্ষক মোঃ আব্দুর রহিম সাহেব আলীয়ার প্রাক্তন ছাত্র সাইর হালদার বিশিষ্ট সমাজসেবী সাথী মান্না অ্যাডভোকেট সঞ্জীব সেট হাইকোর্ট আরো অনেকেই।আল আরাফ ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠাতা বনি আমিন মিদ্যা বলেন, এলাকার মানুষ খুবই খুশি এবং আনন্দিত এই প্রতিষ্ঠানকে পেয়ে বনি আমিন সাহেব আরো বলেন,আল আরাফ ইন্টারন্যাশনাল স্কুল একদিন সমাজের বুকে উচ্চপর্যায়ে দাঁড়াবে।
এই প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারি মোঃ বাকীবিল্লাহ মিদ্যা বলেন, আমরা শুধুমাত্র আরম্ভ করেছি, এই প্রতিষ্ঠানের সাফল্যের জন্য সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি।
পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই স্কুল এলাকার বাচ্চাদের মান উন্নয়নের কাজে যথেষ্ট ভূমিকা রাখবে।সাবির এস গফফার সাহেব বক্তব্যতে গিয়ে বলেন,সর্বোচ্চ স্তরে পৌঁছাতে আমার সাহায্য যতটুকু লাগে আমি তার দেব
সরকারি বৃত্তিমূলক এর ব্যবস্থা ও বেসরকারি বৃত্তিমূলকের ব্যবস্থা উনি করিয়ে দেওয়ার কথা জানান।মুহাম্মদ রাকিব হক বলেন,বনি আমিন মিদ্যা যে কাজটি করেছেন সেটা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। উপস্থিত সকলেই এই কাজের ভূয়সি প্রশংসা করেন।