মাদ্রাসা বোর্ড পরিচালিত পরীক্ষার সুষ্ঠু পরিচালনায় গুরুত্বপূর্ণ বৈঠক আলিপুরে
ইসরাফিল বৈদ্য, কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় অধিনস্ত সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পরিচালিত আসন্ন হাই মাদ্রাসা,আলিম, ফাজিল পরীক্ষা-২০২৪, বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় দঃ ২৪ পরগনা জেলার আলিপুর, জেলা পরিষদ ভবনের কনফারেন্স রুমে।
প্রতি বছরের ন্যায় এবারও মাদ্রাসা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সমস্ত সেক্টর এবং জেলার মাদ্রাসাগুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বৈঠক করেন মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডাঃ আবু তাহের কামরুদ্দিন।পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পরীক্ষা সম্পর্কিত ব্যবস্থায় জড়িত প্রতিটি বিভাগকে জানানো হয়েছে পরীক্ষার দিনগুলোতে সবরকমের বন্দোবস্ত করার।কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে এবং সে যদি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে থেকে পরীক্ষা দিতে চায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহন করা। মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য একেএম ফারহাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন -ছাত্রছাত্রীদের সুবিধার্থে শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য।তাই এবারও তার ব্যতিক্রম হবে না বলে তিনি জানান।রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন শিক্ষার সার্বিক মান্নানোয়নে রাজ্য সরকার যেভাবে কর্মসূচি পালন করে চলেছে তা প্রশংসনীয়। এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতি বছরের ন্যায় এবারও সকলের সহযোগিতা কামনা করেন বোর্ড সদস্য ফারহাদ।
বলাবাহুল্য এবছর মাদ্রাসা বোর্ড পরিচালিত হাই মাদ্রাসা,আলিম, ফাজিল শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি এবং শেষ হচ্ছে ১৭ ই ফেব্রুয়ারি।দঃ চব্বিশ পরগনা জেলায় ১৮ টি সেন্টারে প্রায় ৬৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
আলিপুরে পরীক্ষা সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌমেন রায়, মাইনরিটি অফিসার শ্রী অমর বিশ্বাস,বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শ্রী সুজিত কুমার মাইতি,এআই মাদ্রাসা মোজাম্মেল হক,এআই (ডোমা)দীপক ভঞ্জ,ডিস্ট্রিক্ট লেভেল এডভাইসরি কমিটির সদস্য চম্পক নাগ, শেখ মঞ্জুর আহমেদ,আবু সুফিয়ান পাইক, তৌহিদ আহমেদ, বাবুলা সরদার, আব্দুল মান্নান আলি,মতিউর রহমান সুদাম হালদার প্রমুখ।