অন্যান্য 

Madhyamik Examination 2024: এক নজরে ইতিহাসের সাজেশন দিয়েছেন বিশিষ্ট শিক্ষক অর্পণ বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

অর্পণ বন্দ্যোপাধ্যায় :

মাধ্যমিক পরীক্ষার আর হাতে গোনা দিন বাকি, সাধারণত ইতিহাস কে কেন্দ্র করে ছাত্র ছাত্রী দের একটা চিরাচরিত ভীতি কাজ করে কিন্ত বর্তমানে ইতিহাস বিষয়টি ভীষণ সহজ হয়ে গেছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলি একটু মনোযোগ সহকারে পড়লে এবং ঘড়ি ধরে উত্তর লেখা প্রাকটিস করলে ইতিহাসে লেটার পাওয়া ভীষণ সহজ বলে আমি মনে করি, শেষের কটা দিন mcq র জন্য টেক্সট বুক খুঁটিয়ে পড়ার প্রয়োজন রয়েছে এছাড়াও বড় প্রশ্ন গুলো প্যারাগ্রাফ ভাগ করে পড়া ও লেখা অভ্যাস করতে হবে, ইতিহাস মানেই একটা ধারণা থাকে যে প্রচুর লিখতে হয় সেই ধারণা এখন অতীত To the point উত্তর পরীক্ষক বেশি পছন্দ করেন।

Advertisement

ইম্পরট্যান্ট পয়েন্ট গুলো যেমন সাল, সনদের নাম, গুরুত্বপূর্ণ নাম কালো কালি দিয়ে আন্ডারলাইন করে দেবে চেষ্টা করবে হাতের লেখা পাঠযোগ্য করার। মনে রাখবে খাতা সুন্দর করে পরিবেশন করাটাও ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ। Nerviousness কে দূরে সরিয়ে একটু বুদ্ধি করে ইতিহাস টা পড় দেখবে ভালো ফল ভালো হবে।

তোমাদের পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক বড় প্রশ্নর একটি তালিকা দিলাম, তোমাদের অনুশীলনের ক্ষেত্রে সহায়ক হবে –

 

প্রথম অধ্যায়

ইতিহাসের ধারণা

৪ নম্বরের প্রশ্ন

১. আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সত্তর বৎসর/জীবনের ঝরাপাতা গ্রন্থের গুরুত্ব আলোচনা কর।

২. নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা লেখ। (Mp-17)

৩. আধুনিক ভারতের ইতিহাসচর্চায় সরকারি নথিপত্রের গুরুত্ব লেখ।

৪. খেলাধুলার ইতিহাসচর্চা সম্পর্কে একটি টীকা লেখ।

৫. ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখ।

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান লেখ ।

দ্বিতীয় অধ্যায়

সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

৪ নম্বরের প্রশ্ন

১. নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখ।

২. হুতুম প্যাঁচার নকশায় সমকালীন সমাজের ছবি কিভাবে ফুটে উঠেছে? (Mp- 18)

৩. বাংলায় চিকিৎসা বিদ্যার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা বিশ্লেষণ কর। (Mp- 18)

৪. স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা কর। (Mp-17)

৫. উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিংকওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন? (Mp-19)

৬. “উডের নির্দেশনামাকে” (১৮৫৪) এদেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন? (Mp-20)

৮ নম্বরের প্রশ্ন

১. নব্যবঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে বাংলায় সংস্কার আন্দোলনের ব্যাখ্যা কর। এ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? (৫+৩)

২. বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? (৫+৩) (Mp-19)

৩. উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কিরূপ ভূমিকা ছিল? (Mp-18)

৪. শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর। (৫+৩) (Mp-17)

উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের ভূমিকা লেখ

তৃতীয় অধ্যায়

প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৪ নম্বরের প্রশ্ন

১. সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা কর। (Mp-17)

২. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে কৃষক বিদ্রোহের কারণগুলি কি ছিল?

৩. তিতুমিরের নেতৃত্বে বাংলায় বারাসাত বিদ্রোহের পরিচয় দাও।

৮ নম্বরের প্রশ্ন

১. বাংলায় কৃষক আন্দোলনে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা কর।

চতুর্থ অধ্যায়

সঙ্ঘবদ্ধতার গোড়ার কথা

৪ নম্বরের প্রশ্ন

১. মহাবিদ্রোহে হিন্দু-মুসলিম ঐক্য সম্পর্কে লেখ।

২. মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা কর।

৩. মহাবিদ্রোহকে কী বাংলার শিক্ষিত সমাজ সমর্থন করেছিল? (MP-17,20)

৪. টীকা লেখ: ভারতসভা।

৫. আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয় চেতনা বিস্তারে সাহায্য করেছিল?

৬. ১৭৫৭- র বিদ্রোহকে কী সামন্তশ্রেণীর বিদ্রোহ বলা যায়? (Mp-18)

বারদৌলি সত্যাগ্রহ টীকা লেখ

৮ নম্বরের প্রশ্ন

১. মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র ও প্রকৃতি আলোচনা কর।

২. লেখায় ও রেখায় ভারতে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল?

৩. ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার সভা সমিতিগুলির পরিচয় দাও।

পঞ্চম অধ্যায়

বিকল্প চিন্তা ও উদ্যোগ

৪ নম্বরের প্রশ্ন

১. শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠান পরিণত হল? (Mp-18)

২. টীকা লেখ: জাতীয় শিক্ষা পরিষদ।

৩. টীকা লেখ: বসু বিজ্ঞান মন্দির।

৪. বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কি ভূমিকা ছিল? (Mp-17)

৫. বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে কলিকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা ব্যাখ্যা কর।

৬. বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে ড. মহেন্দ্রলাল সরকারের কীরূপ ভূমিকা ছিল? (Mp-19)

৮ নম্বরের প্রশ্ন

১. ছাপাখানার বিস্তারে ফোর্ট উইলিয়াম কলেজ কিভাবে ভূমিকা পালন করেছিল? ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা কিভাবে করা হয়? (৫+৩)

নারী ইতিহাস সম্পর্কে একটি টীকা লেখ।

ষষ্ঠ অধ্যায়

বিশ শতকে ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন

৪ নম্বরের প্রশ্ন

১. টীকা লেখ: কংগ্রেস সমাজতন্ত্রী দল।

২. টীকা লেখ: তেভাগা আন্দোলন।

৪. ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা কর।

৪. একা আন্দোলন সম্পর্কে লেখ।

৮ নম্বরের প্রশ্ন

১. বঙ্গভঙ্গ আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? (৫+৩) (Mp-19)

২. বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের অবদান আলোচনা কর। (Mp-18)

৩. ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি সম্পর্কে একটি টীকা লেখ। (৫+৩)

সপ্তম অধ্যায়

বিশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক আন্দোলন

৪ নম্বরের প্রশ্ন

১. টীকা লেখ: বেঙ্গল ভলান্টিয়ার্স।

২. দলিত অধিকার বিষয়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে বিতর্ক আলোচনা কর। (Mp-17)

৩. অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কেমন ছিল?

৪. দলিত রাজনীতির উদ্ভবের কারণগুলি আলোচনা কর।

৮ নম্বরের প্রশ্ন

১. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা কর। (Mp-17)

২. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা আলোচনা কর।

৩. বাংলায় নমঃশুদ্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।

লেখায় ও রেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ-

অষ্টম অধ্যায়

উত্তর-ঔপনিবেশিক ভারত : বিশ শতকের দ্বিতীয় পর্ব

৪ নম্বরের প্রশ্ন

১. জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? (Mp- 20)

২. হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? (Mp-18)

৩. টীকা লেখ: দেশভাগ (১৯৪৭) জনিত উদ্বাস্তু সমস্যা। (Mp- 18)

৪. উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকার কীরূপ ভূমিকা নিয়েছিল?

৫. দেশীয় রাজ্যগুলির অন্তর্ভু্ক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা কর।

লেখক : অধ্যক্ষ, ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুল। মধুবন, বিহার


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ