দেশ 

১৪ জানুয়ারি থেকে রাহুল গান্ধী শুরু করছেন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’! বাংলার সাতটি জেলা দিয়ে যাবে এই যাত্রা, কোন কোন জেলা!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ন্যায় যাত্রার নাম বদলে দিল কংগ্রেস দল। আগামী ১৪ই জানুয়ারি থেকে দেশের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত যে ন্যায় যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস দল তার নাম বদল করল। এবার নাম দেয়া হয়েছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। বৃহস্পতিবার দলের সদর দফতরে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতি এবং ভারত ন্যায় যাত্রার রুটম্যাপ ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছিল কংগ্রেস। সেই বৈঠক সব রাজ্যের প্রদেশ নেতৃত্ব এবং দলের সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকের পরই কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ জানান, “ভারত জোড়ো যাত্রার যে সাফল্য, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আর এই যাত্রা যেহেতু সামাজিক, অর্থনৈতিক এবং সার্বিক ন্যায়ের লক্ষ্যে তাই ন্যায় শব্দটাও থাকবে।”

নাম ছাড়াও ন্যায় যাত্রায় আরও বেশ কিছু পরিবর্তন হয়েছে। প্রথমে ঠিক ছিল ৬৫ দিনের এই যাত্রা হবে ১৪ রাজ্যের উপর দিয়ে। এবার যাত্রার রুটে যুক্ত হয়েছে অরুণাচল প্রদেশও। আগে ঠিক হয়েছিল ৬ হাজার ২০০ কিলোমিটার যাত্রা করবেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার সেটা বেড়ে ৬ হাজার ৭০০ কিলোমিটারের আশেপাশে হতে চলেছে। গোটা যাত্রায় মোট ১০০টি লোকসভা ছুঁয়ে যাবেন রাহুল। ৩৩৭টি লোকসভায় এর প্রভাব পড়বে।

Advertisement

মেঘালয়, অসম, ত্রিপুরা হয়ে বাংলায় ঢোকার কথা ভারত জোড়ো ন্যায় যাত্রার। কংগ্রেস সূত্রের খবর, বাংলার উপর দিয়ে প্রায় ৫২৩ কিলোমিটার যাত্রা করবেন কংগ্রেস সভাপতি। বাংলার সাত জেলা ছুঁয়ে যাবেন তিনি। কোচবিহার হয়ে বাংলায় ঢুকে শিলিগুড়ি, মালদহ হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদ এবং বীরভূম হয়ে ঝাড়খণ্ডে ঢুকে যাবেন তিনি। মূলত যে এলাকায় কংগ্রেস লড়তে চাইছে, সেই এলাকার উপর দিয়েই যাবে রাহুলের যাত্রা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ