কলকাতা 

বাবরি মসজিদের ২৬ তম শহীদ দিবসে রাজ্য জুড়ে মিছিল মিটিং

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : বাবরি মসজিদ শহীদের ২৬ বছর পরও প্রতিবাদ ম্লান হয়নি । প্রতি বছর নিয়ম করে বাবরি মসজিদের শহীদ দিবসকে পালন করা হয় । কিন্ত ২৬ বছর পর এই পালনটা যেন আর ও জরুরি উঠেছে ,এদেশে সংখ্যালঘুরা থাকবে, কি থাকবে না সেই প্রশ্নটা বড় হয়ে উঠেছে । বড় হয়ে উঠেছে সাংবিধানিক অধিকারের প্রশ্ন । আমরা আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটা বারবার আমাদের সামনে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে ।

গোহত্যার নাম করে দেশজুড়ে সন্ত্রাসের পরিবশে তৈরি হয়েছে । বাবরি মসজিদ শহীদের দিনে দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারন মানুষ শপথ নিয়েছিল সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর । দুঃখের হলেও সত্য আজ সেই সাম্প্রদায়িকতা যেন আরও বেশি ফুলে-ফলে পল্লবিত হয়েছে । আজ কলকাতায় সংবিধান বাঁচানোর শপথ নিয়ে কয়েকটি মুসলিম ও দলিত সংগঠন সভা করে । শিয়ালদহ থেকে কয়েক হাজার মানুষ মিছিল করে আম্বেদকরের মূর্তির কাছে পৌছে । সেখানে গিয়ে সংবিধান বাচাঁনোর শপথ নেন । এই মিছিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট দলিত নেতা বীরেন মাহাতো , সমীর দাস ,মুহাম্মদ কামরুজ্জামান , মুহ. নুরুদ্দিন প্রমুখ ।

Advertisement

এদিকে আজ বামেদের পক্ষ থেকেও সাম্প্রদায়িক সম্প্রীতি লক্ষ্যে এক মিছিল বের করা হয় , তৃণমূল কংগ্রেস , কংগ্রেস ও এসইউসিআই-র পক্ষ থেকে রাজ্য জুড়ে বাবরি মসজিদ শহীদের দিবসের স্মরণে মিছিল করা হয় । মুসলিম সংগঠন এসআইও এসডিপিআই সহ একাধিক সংগঠন আজকের দিনের স্মরণে সভা সমাবেশ করে ।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

three × three =